প্রথম ম্যাচ হারের পর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইউএই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। ম্যাচের ১৫তম ওভারে হ্যাটট্রিক করেন কার্তিক মেয়াপ্পন। ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষকে আউট করেন তিনি। পঞ্চম বলে চারিথ আসালঙ্কাকে সাজঘরের রাস্তা দেখান মেয়াপ্পন। এরপর ওভারের শেষ বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে সাজঘরে ফেরান মেয়াপ্পন।
advertisement
আরও পড়ুনঃ রজার বিনি প্রেসিডেন্ট, এছাড়া বিসিসিআইয়ের নতুন কমিটিতে কারা পেলেন কোন দায়িত্ব
সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে খেললেও মেয়াপ্পনের বাড়ি ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে। এখান থেকেই ক্রিকেট খেলা শুরু তার। পরে আমিরশাহী গিয়ে সেখানে ক্রিকেট খেলেন। পরে আরব আমিরশাহী জাতীয় দলে সুযোগ পান মেয়াপ্পন। এবার সংযুক্ত আরব আমিরশাহির প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম তুললেন মেয়াপ্পন।
প্রসঙ্গত, ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ স্কোর করেন পাথুম নিসাঙ্কা। ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এছাড়া ৩৩ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৮ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া কোন লঙ্কান ব্যাটার ১০ রানের গন্ডি টপকাতে পারেননি। কার্তিক মেয়াপ্পন সর্বোচ্চ ৩ উইকেট ছাড়াও ২টি উইকেট নেন জাহুর খান। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন অয়ন আফজাল খান, আরিয়ান লাকরা। রান তাড়া করতে নেমে ৭৩ রানে অলআউট হয়ে যায় আমিরশাহী। ৭৯ রানে ম্যাচ জেতে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন হাসরঙ্গা ও চামিরা।