চলতি মরশুমেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনাল ও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালে কিউইদের ছয় উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছনো বাংলাদেশকে যদিও হালকা ভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। ধারে-ভারে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে শুরু করবে ভারত। ৩১২ রান করে এখনও অবধি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী জয়সওয়াল।
advertisement
২০০৪-এ শিখর ধাওয়ান করেছিলেন ৫০৫ রান। একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও গব্বরের নামেই। প্রিয়ম গর্গ, যশস্বীদের পাশে কার্তিক ত্যাগি, রবি বিষ্ণোইদের নিয়ে গড়া ভারতের বোলিং লাইন-আপও যথেষ্ট শক্তিশালী। চলতি বিশ্বকাপে এখনও ১৩ উইকেট রয়েছে রবির। টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত দুই দলই। প্রথমবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছনো তৌহিদ হৃদয়, আকবর আলিরাও তৈরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। চারবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা ভারতের পঞ্চমবার কাপ জয়ের পথে কাঁটা ছড়িয়ে দিতে তৌহিদ, মৃত্যুঞ্জয় চৌধুরীরা যে নিজেদের উজাড় করে দেবে, বলাই বাহুল্য।