ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন শেফালি ভার্মা। তার খেলা ঝোড়ো ইনিংসের সৌজন্যেউ রান চেজ করা সহজ হয়ে যায় ভারতীয় দলের কাছে। শেফালির দক্ষতা এই ম্যাচে স্পষ্ট চোখে পড়ে। মাত্র ১৬ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। নিনির এক ওভারে ২৬ রান করেন তিনি। ওভারের প্রথম পাঁচটি বলে চার মারার পর, ষষ্ঠ বলটিতে ছক্কা হাঁকান শেফালি। যদিও ৪৫ রানেই সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। শেফালির রেকর্ড ২৬ রানের এক ওভারের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
আরও পড়ুনঃ ভারতীয় তারকা ক্রিকেটারদের ক্ষুদে রূপ, দেখুন তো চিনতে পারেন কিনা
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান করে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৬১ রান করেন সিমোন লরেন্স। শেফালি ভার্না নেন ২টি উইকেট। রান তাড়া করতে নেমে ২১ বল আগেই ৭ উইকেটে সহজ জয় পায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৭ বলে ৯২ রান করেন শ্বেতা শেরায়ত। এছাড়া ৪৫ রান করেন শেফালি ভার্মা।