TRENDING:

যুব বিশ্বকাপের লোগো উদ্বোধন ফিফা প্রেসিডেন্টের

Last Updated:

অনূর্ধ ১৭ যুব বিশ্বকাপের লোগের উদ্বোধন করলেন ফিফা সভাপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মারগাও:  অনূর্ধ ১৭ যুব বিশ্বকাপের লোগের উদ্বোধন করলেন ফিফা সভাপতি। একইসঙ্গে ফেডারেশন সভাপতির সঙ্গে বৈঠকের পর এআইএফএফএরও নতুন লোগোরও উদ্বোধন হল। ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়েও আশাবাদী ফিফা সভাপতি।
advertisement

অনূর্ধ-১৭ যুব বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। গোয়ায় যুব বিশ্বকাপের লোগোর উদ্বোধন করলেন খোদ ফিফা সভাপতি জিয়ানিনি ইনফ্যান্টিনো।

ভারতে যুব বিশ্বকেপের সাফল্য নিয়েও আশাবাদী তিনি। বুধবার গোয়ায় ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল ছাড়াও এআইএফএফ শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সারেন ফিফা সভাপতি। ফেডারেশনের নতুন লোগোরও উদ্বোধন করা হয়। একইসঙ্গে ফিফার অনবর্ধ ২০ যুব বিশ্বকাপ আয়োজনের আর্জিও জানানো হয়. ফিফা কংগ্রেস এবং ফিফার কার্যকরী সমিতির বৈঠকও ভারতে করার আর্জি জানান প্রফুল পটেল। সূত্রের খবর ভারতীয় ফুটবলের রোডম্যাপ নিয়েও ফুটবল কর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন ইনফ্যান্টিনো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আইএসএল এবং আই লিগকে মিলিয়ে দিয়ে একটাই লিগ করার বিষয়েও নিজেদের অবস্থান ফিফা সভাপতিকে জানান ফেডারেশন কর্তারা। ফিফা সভাপতির এব্যাপারে প্রাথমিক আশ্বাসও নাকি মিলেছে। এর আগে ভারত সফরে এসে এদেশের ফুটবলকে ঘুমন্ত দৈত্য বলেছিলেন প্রাক্তন ফিফা সভাপতি শেপ ব্লাটার। এবার বর্তমান সভাপতি ইনফ্যান্টিনোর ভারত সফরের পর ফুটবলের চিত্রটা পাল্টায়  কি না, সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
যুব বিশ্বকাপের লোগো উদ্বোধন ফিফা প্রেসিডেন্টের