TRENDING:

ফের একসঙ্গে কপিল দেব ও এমএস ধোনি, তবে এবার অন্য় মাঠে

Last Updated:

Kapil Dev and MS Dhoni: হরিয়ানার গুরুগ্রামে এই আমন্ত্রণমূলক গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিলেন ১৯৮৩ এদিনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও ২০০৭ টি২০ বিশ্বকাপ জয়ী ও ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিয়ানা: কিছু দিন আগেই ইউএস ওপেনের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও এমএস ধোনিকে। টেনিস দেখতে মেতেছিলেন দুই ক্রিকেট কিংবদন্তী। এবার ফের একবার একই মঞ্চে দেখা গেল কপিল দেব ও এমএস ধোনিকে। তবে এবার দর্শক নয়, প্লেয়ারের ভূমিকায়। একটি আমন্ত্রণমূলক গ্লফ প্রতিযোগিতায় একসঙ্গে দেখা গেল বিশ্বকাপ জয়ী দুই অধিনায়ককে। যেই ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন কপিল দেব। যেখানে দুই প্রাক্তন তারকাকেই খোশ মেজাজে পাওয়া গিয়েছে।
এমএস ধোনি বনাম কপিল দেব
এমএস ধোনি বনাম কপিল দেব
advertisement

হরিয়ানার গুরুগ্রামে এই আমন্ত্রণমূলক গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিলেন ১৯৮৩ এদিনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও ২০০৭ টি২০ বিশ্বকাপ জয়ী ও ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি। ধোনির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপিল লিখেছেন, 'ক্রিকেটারেরা যখন গলফারে পরিণত হয়ে যায়।' ধোনির সঙ্গে গল্ফ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে যে খুশি কপিল, তা কিংবদন্তী ক্রিকেটারের শেয়ার করা ছবির অভিব্য়ক্তি থেকেই প্রমাণিত।

advertisement

আরও পড়ুন: স্বশরীরে না থেকেও পুজোয় জড়িয়ে তিনি, একডালিয়ার দুর্গাপুজোয় সংকল্প সুব্রত মুখোপাধ্যায়ের নামেই

এছাড়াও এই গল্ফ প্রতিয়েোগিতায় ধোনির গল্ফ খেলার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে ব্য়াটিংয়ের মতই গল্ফ খেলাতেও কতটা পটু এমএস ধোনি। ভিডিওতে দেখা গিয়েছে গ্লফের বল বসিয়ে একেবারের প্রফেশনাল গল্ফারদের মতন সজোরে শট নিলেন এমএস ধোনি। যেই বল কোথায় গিয়ে পড়ল তা অবশ্য় দেখা যায়নি। ধোনিকে গ্লফের আউট ফিটে যথেষ্ট স্মার্ট ও হ্য়ান্ডসামও দেখিয়েছে।

advertisement

আরও পড়ুন: ঘরে বসে ঠাকুর দেখুন এক ক্লিকেই, ব্যবস্থা রেখেছে সুরুচি সংঘ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ধোনি ও কপিলের এই ছবি ও ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পডতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা সকলেই পছন্দ করেছেন কপিল-ধোনির য়ুগলবন্দি। একইসঙ্গে ধোনির বড় বড় ছক্কার মতই গল্ফের শটে মজেছেন নেটিজেনরা। ক্রিকেটর বাইরে সময় পেলেই গল্ফ খেলেন কপিল ও ধোনি। বিশেষ করে কপিল দেব প্রফেশনালি গল্ফও খেলেছেন। ধোনি ও কপিলর এই ছবিতে মন্তব্য় করেছেন বলিউড রণবীর সিংও।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফের একসঙ্গে কপিল দেব ও এমএস ধোনি, তবে এবার অন্য় মাঠে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল