যতক্ষণ পর্যন্ত না এই কমিটি ফেডারেশনের দৈনন্দিন কাজ দেখভাল করছে, ততদিন পর্যন্ত কোনও কাজ করবে না জাতীয় কুস্তি ফেডারেশন। এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে। এমনকি রবিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা বাতিল করে দেওয়া হয়েছে। সেই সভাতেই কুস্তিগীরদের তোলা অভিযোগ সম্পর্কে জবাব দেওয়ার কথা ছিল চেয়ারম্যান ব্রিজভূষণ শরণ সিং -র।
advertisement
কেন্দ্রীয় সরকারের তৈরি করা তদারকি কমিটিতে রয়েছেন মেরি কম, যোগেশ্বর দত্ত, ত্রুপ্তি মুরগুন্ডে, রাধিকা শ্রীমান এবং রাজেশ রাজা গোপালন। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে মেরি কমকে।
আরও পড়ুন - অল্প সময়ের মধ্যেই চুটিয়ে প্রেম! আজ বিয়ের আগে আথিয়া-রাহুলের মিষ্টি প্রেমের দুষ্টু গল্প
কুস্তিগীরদের অভিযোগের তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। কমিটিতে রয়েছেন কমিটিতে রয়েছেন দোলা বন্দ্যোপাধ্য়ায়, মেরি কম, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব এবং দুই আইনজীবী। জাতীয় কুস্তি ফেডারেশন চেয়ারম্যান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়ে গত বৃহস্পতিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান প্রাক্তন দৌড়বিদ এবং রাজ্যসভার সদস্য পিটি উষা-কে চিঠি দেন বিক্ষোভরত কুস্তিগীররা। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার বিকেল ৫ টা নাগাদ বৈঠক করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। তারপরেই কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
তদন্ত কমিটির সদস্য সহদেব যাদব বলেছেন, "আমরা বসে আলোচনা করব এবং সবার কথা শুনব। অভিযোগ খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে এবং ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করব।" কমিটির আরেক সদস্য দোলা সেন বলেছেন, "সংবাদমাধ্যমে আমি জানতে পেরেছি যে, এই তদন্ত কমিটিতে আমায় রাখা হয়েছে। কাজ শুরু হলে তবেই আসল চিত্র স্পষ্ট হবে। সত্যটা যাতে সবার সামনে আসে, আমরা সেই চেষ্টাই করব।" তিনদিন ধরে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ করেন কুস্তিগীররা।
RAJIB CHAKRABORTY