TRENDING:

RCB Victory Parade Stampede: লাখ লাখ মানুষের ঠেলাঠেলিতে প্রাণ বাঁচানোর আর্তনাদ, চিন্নাস্বামীতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত বহু

Last Updated:

RCB Victory Parade Stampede At Chinnaswamy Stadium Bengaluru: আনন্দের মুহূর্ত বদলে গেল মৃত্যুর কালো ছায়ায়, চিন্নাস্বামীতে ভয়ঙ্কর পদপিষ্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: আনন্দ দীর্ঘস্থায়ী হল না৷  RCB-র আইপিএল ট্রফি জয়ের উন্মাদনায় ভেসে লক্ষ লক্ষ ফ্যান হাজির হয়েছিলেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে৷ সেখানেই সেলিব্রেশনের সময় বড়  দুর্ঘটনা! ২০ জন আহত, ১ জনের মৃত্যু৷
চিন্নাস্বামীতে হাহাকার হয়ে গেল পদপিষ্ট
চিন্নাস্বামীতে হাহাকার হয়ে গেল পদপিষ্ট
advertisement

বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ফ্যানদের সংখ্যা প্রত্যাশার চেয়েও বহু বেশি হওয়াতে শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি৷ এরই জেরে বড় দুর্ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে ২০ জন আহত হয়েছেন এবং ৭  জন মারা গেছেন বলে রিপোর্ট করা হয়েছে। পাশাপাশি আশঙ্কাজনক বহু৷

আরও পড়ুন – Indian Railways: রোজ সকাল-সন্ধ্যা অফিস টাইমে ঝুলে ঝুলে যাওয়া, লোকাল ট্রেনের যাত্রীদের জন্য ধাঁসু গুড নিউজ, দেদার বাড়ল ট্রেনের সংখ্যা

advertisement

আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷  ১৮ বছর পর, অবশেষে আরসিবি আইপিএল কাপ জিতেছে। এবারের ফাইনালের আগে থেকেই জোরদার হচ্ছিল তাঁদের ট্যাগলাইন, ই সালা কাপ নামদে- এবারের কাপ আমাদের৷ এই স্লোগানেই চারদিক মুখরিত হয়েছিল বুধবার চিন্নাস্বামী স্টেডিয়াম৷ সেখানের আনন্দের মুহূর্ত, একটু ক্ষণের মধ্যেই পরিণত হয় আর্ত চিৎকারে৷

advertisement

দেখুন মর্মান্তিক ভিডিও

৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি এবং পঞ্জাব কিংসের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই উত্তেজনাপূর্ণ আইপিএল ফাইনাল ম্যাচে RCB ৬ রানের ব্যবধানে জয়লাভ করে। এরপর বুধবারই RCB দল কাপ নিয়ে বেঙ্গালুরুতে পৌঁছয়। আর রাজ্য সরকারের তরফ থেকে RCB খেলোয়াড়দেরও জমকালো স্বাগত জানানো হয়। আর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছিলেন। কিন্তু এই উদযাপন সত্ত্বেও, এখন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
RCB Victory Parade Stampede: লাখ লাখ মানুষের ঠেলাঠেলিতে প্রাণ বাঁচানোর আর্তনাদ, চিন্নাস্বামীতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত বহু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল