রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে কারণও জানিয়েছেন তিনি। এবার আইপিএলে ম্যাক্সওয়েল পারফর্ম করতে পারছেন না। ক্রমাগত ফ্লপ করছেন।
আইপিএল-এ তিনি ৬ টি ম্যাচ খেলেছেন, তাঁর সর্বোচ্চ স্কোর ২।এতগুলো ম্যাচ খেলে মাত্র ৩২ রান করতে সক্ষম হন তিনি। তিনবার খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৬ ইনিংসে তাঁর স্কোর ছিল যথাক্রমে- ০, ৩, ২৮, ০, ১, ০।
advertisement
আরও পড়ুন- ISL 2024: আইএসএল চ্যাম্পিয়ন হল মোহনবাগান, তৈরি হয়ে গেল একাধিক রেকর্ড, কুর্নিশ
মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচে প্লেয়িং-১১-এর অংশ ছিলেন না ম্যাক্সওয়েল। তিনি বলেছিলেন, নিজেই প্রথম একাদশে থাকতে চাননি। কারণ তিনি নিজেই উপলব্ধি করেন, দলের জন্য কোনও অবদান রাখতে পারছেন না।
ম্যাক্সওয়েল বলেছেন, ‘প্রথম কয়েকটি ম্যাচ ব্যক্তিগতভাবে আমার জন্য ভাল ছিল না। আমি (রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক ফাফ ডু প্লেসিস) এবং কোচের কাছে গিয়ে বলেছিলাম, এখন হয়তো অন্য কারও সুযোগ পাওয়ার সময় এসেছে। নিজেকে মানসিক এবং শারীরিক বিশ্রাম দেওয়ার জন্য এখনই সেরা সময়।
দলের খারাপ পারফরম্যান্স নিয়েও বক্তব্য রেখেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, আমরা যেমনটা চেয়েছিলাম তেমন একটা দল হিসেবে খেলছি না। ফলাফল সেটাই প্রমাণ করে।
আরও পড়ুন- আইপিএলের মাঝেই এল দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তী ক্রিকেটার, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ম্যাক্সি আরও বলেন, আমার মনে হয়েছিল, ইতিবাচক অবদান রাখছি না। অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা মনে হয়েছে।