বর্তমান বিসিসিআইয়ের সচিব পদে রয়েছেন জয় শাহ। তিনি হতে চলেছেন আইসিসির চেয়ারম্যান। আগামী ৩০ নভেম্বর বোর্ড সচিব পদে মেয়াদ শেষ হচ্ছে জয়ের। ১লা ডিসেম্বর থেকেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধান পদে দেখা যাবে জয় শাহকে। বোর্ডের নিয়ম অনুযায়ী, জয় শাহ-র প্রস্থানের ৪৫ দিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে নতুন সচিব বেছে নিতে হবে।
advertisement
আরও পড়ুন- কেকেআরের ঘর ভাঙবে মুম্বই! ৩ তারকাকে নেবে ছিনিয়ে! মাঠের বাইরে হবে জোর লড়াই
নতুন সচিব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম। সিএবি প্রেসিডেন্ট এর কাছে এরই মধ্যে প্রস্তাব এসেছে বলে সূত্রের খবর। সবকিছু ঠিকঠাক পথে এগোলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে নয়া বিসিসিআই সচিব হতে পারেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সচিব পদের দৌড়ে রয়েছেন গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেলও। তাঁর নামও শোনা যাচ্ছে।
আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতা ম্যাচেই হার ভারত, পরাজয়ের জন্য দায়ী এই তিন কারণ
যদিও সেই পদে তাঁর মেয়াদ থাকবে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট পদে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। করোনো কালে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ আয়োজন, দিন-রাতের টেস্ট আয়োজন থেকে একাধিক স্মরণীয় কাজ বোর্ডের মসনদে বসে করে এসেছেন সৌরভ। এবার আরও একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক মহাগুরুত্বপূর্ণ পদে আরও এক বাঙালি বসার অপেক্ষা।