আগামিকাল সৌরভের বেহালার বাড়িতে রেইকি করতে যাবেন তাঁরা। দেখা করবেন গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে। আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে শ্যুটিং। ২০২৬ সালের শেষের দিকে না হলে ২০২৭ বিশ্বকাপের আগে মুক্তি পাবে সিনেমা।
রাজকুমার রাও সৌরভের ভূমিকায় থাকছেন। ইতিমধ্যেই সৌরভের সঙ্গে কথা বলেছেন রাজকুমার। রাজকুমার বাঁহাতি না হওয়ায় তাঁর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।। তবে অক্টোবর মাসে বাবা হবেন রাজকুমার। সেই কারণে শ্যুটিং শুরু করতে একটু দেরি করা হচ্ছে। তবে সম্পূর্ণ স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমার বাজেট প্রায় আড়াইশো কোটি টাকা।
advertisement
তবে ছবির নায়িকা এখনও চূড়ান্ত নয়। অবশ্য গল্পে কী থাকছে, তার আভাস পাওয়া গেল। সৌরভের শুরু থেকে ক্রিকেটার হওয়ার লড়াইয়ের গল্প এবং কাম ব্যাকের গল্প দিয়ে সিনেমার শেষ হবে। কলকাতার পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিদেশের বিভিন্ন জায়গাতেও শ্যুটিং হবে৷
