টি২০ বিশ্বকাপের ১৫ দনের দলে প্রথমে জায়গা হয়নি দীপক চাহারের। স্ট্য়ান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। কিন্তু বুমরাহের চোটের পর যে সকল পেসারদের পরিবর্ত হিসেবে ভাবা হচ্ছিল তার মধ্য়ে নাম ছিল দীপক চাহারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচ খেলার আগে গোড়ালিতে চোট পান দীপক চাহার। অনুশীলনের সময় তার গোড়ালি ঘুড়ে যায়। সেই চোটের কারণেই এবার অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না দীপক চাহারের।
advertisement
প্রসঙ্গত, দীপক চাহার পরপর চোট সমস্য়ায় ভুগছেন। এর আগে পিঠের চোটের কারণে দীর্ঘ দিন খেলার বাইরে ছিলেন চাহার। ১৪ কোটি টাকা দিয়ে সিএসকে কিনলেও আইপিএল ২০২২-এও খেলতে পারেননি চাহার। চোট সারিয়ে জিম্বাবোয়ে সফরে দলে ফিরছিলেন তিনি। মাঠে ফিরে যেটুকু সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণ করেছিলেন চাহার। বিশ্বকাপের খেলার জন্য় প্রস্তুতও ছিলেন। কিন্তু চোটের কারণে সেই আশাও শেষ হয়ে গেল।