গত বছর সেপ্টেম্বর মাসে পুত্র সন্তান হয় জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশন। সন্তান হওয়ার আগে থেকেই সঞ্চলনার কাজ থেকে বিরতি নিয়েছিলেন সঞ্জনা। তবে বিতর্কের সূত্রপাত একটা ইনস্টা পোস্টকে কেন্দ্র করে। বুমরাহ-সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে এক নেটাগরিক মন্তব্য করেন ‘ভাবি মোটি লগ রহি হো’। যার বাংলা ‘বউদি তোমাকে মোটা লাগছে’।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এমন অপমানজনক মন্তব্যের প্রতিক্রিয়া দিতে কোনও দেরি করেননি সঞ্জনা। মোক্ষম জবাব দেন তিনি। সঞ্জনা কমেন্টে লেখেন,‘স্কুলের বিজ্ঞান বইয়ের পড়া তো মনে রাখতে পারো না। তুমি আবার মেয়েদের চেহারা নিয়ে কমেন্ট করছো। এখান থেকে যাও।’ সঞ্জনার এই মন্তব্য নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে।
আরও পড়ুনঃ KKR News: আইপিএলের আগে কেকেআরের মাথায় হাত! সব পরিকল্পনা জলে? কী হল নাইট শিবিরে
মা হওয়ার পর সব মেয়েদেরই কম-বেশি ওজন বৃদ্ধি হয়। সেই কথাউ চাচাছোলা ভাষায় ওই নেটিজেনকে স্মরণ করিয়ে দিয়েছেন সঞ্জনা। আর দমে না গিয়ে ওই ব্যক্তিকে যেভাবে জবাব দিয়েছেন জসপ্রীত বুমরাহের স্ত্রী, তাতে সঞ্জনাকে কুর্নিশ জানিয়েছেন অন্যান্য নেটিজেনও তাদের ফ্যানেরা।