এই কীর্তির ফলে রাহুল এখন আন্তর্জাতিক ক্রিকেটে ২১৯ ম্যাচে ২৫৬ ইনিংসে ৯,০০০-এর বেশি রান সংগ্রহ করেছেন। তার ঝুলিতে রয়েছে ১৯টি শতরান এবং ৫৯টি অর্ধশতরান, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৯৯। ব্যাট হাতে ধারাবাহিক এই পারফরম্যান্স তাকে ভারতের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১৬ নম্বরে স্থান করে দিয়েছে, যা নিঃসন্দেহে তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।
advertisement
এর আগে, চলতি সিরিজেই রাহুল আরেকটি বড় কৃতিত্বের সাক্ষী হয়েছেন। তিনি ইংল্যান্ডে ১,০০০ টেস্ট রান করা ভারতের দ্বিতীয় ওপেনার। তার আগে কেবল কিংবদন্তি সুনীল গাভাসকর এই মাইলফলক ছুঁয়েছিলেন। গাভাস্কার ১৬ টেস্টে করেছিলেন ১,১৫২ রান, যেখানে রাহুল এখন পর্যন্ত ১২ ম্যাচে করেছেন ১,০৬৪ রান এবং এখনও অপরাজিত রয়েছেন। ফলে গাভাসকরকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ Shubman Gill: হারিয়ে দিলেন ‘পাকিস্তানকে’! ম্যাঞ্চেস্টার টেস্টে আরও এক বিশ্বরেকর্ড শুভমান গিলের
রাহুলের এই ধারাবাহিকতা এবং বিদেশের মাটিতে তাঁর কার্যকরী পারফরম্যান্স ভারতীয় দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করছে। অভিজ্ঞতা ও টেম্পারমেন্টের সমন্বয়ে রাহুল শুধু নিজের কেরিয়ারে মাইলফলক স্পর্শ করছেন না, বরং তরুণ দলকে নেতৃত্ব ও স্থিতি দেওয়ার দায়িত্বও পালন করছেন। তাঁর এই অর্জন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।