TRENDING:

আইপিএলে খেলেছেন একাধিক দলের হয়ে, এবার নিজেই দল কিনে ফেললেন কেএল রাহুল

Last Updated:

KL Rahul: নিজে খেলেছেন একাধিক আইপিএল দলের হয়ে। অধিনায়কত্বও করেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবার নিজেই দল কিনে ফেললেন ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিজে খেলেছেন একাধিক আইপিএল দলের হয়ে। অধিনায়কত্বও করেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবার নিজেই দল কিনে ফেললেন ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুল। তিনি প্রাইম ভলিবল লিগের (পিভিএল) নতুন দল গোয়া গার্ডিয়ান্স-এর সহ-মালিক হয়েছেন। চতুর্থ সিজনের আগে গোয়া ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলের হাত ধরেই আত্মপ্রকাশ করতে চলেছে। এবারের লিগটি ২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।
(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
advertisement

রাহুল জানিয়েছেন,তিনি চান ভলিবল খেলাটি ভারতে আরও জনপ্রিয়তা লাভ করুক এবং মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ুক। তার মতে, পিভিএল ভারতে ভলিবলের জগতে এক যুগান্তকারী মঞ্চ, যা এই খেলাকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে সক্ষম। খেলাধুলার প্রতি রাহুলের ভালোবাসা এবং নতুন কিছুর সন্ধানেই তার এই সিদ্ধান্ত।

গোয়া গার্ডিয়ানস-এর প্রধান মালিক রাজু চেকুরি রাহুলের এই অংশীদারিত্বকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, রাহুলের উপস্থিতি দলটিকে কেবল আর্থিক বা প্রচারমূলক সুবিধাই দেবে না, বরং খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করবে। নতুন ফ্র্যাঞ্চাইজিটি লিগের অন্যান্য অভিজ্ঞ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।

advertisement

অন্যদিকে ক্রিকেটে রাহুল বর্তমানে বিশ্রামে রয়েছেন। এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডে না থাকলেও, আগামী ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ ম্যাচেও তার খেলার কথা রয়েছে।

আরও পড়ুনঃ Abhishek Sharma: নিজের গুরুর রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! নাম লেখালেন ইতিহাসের পাতায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ইংল্যান্ড সফরে রাহুল দুর্দান্ত ফর্মে ছিলেন। রোহিত ও কোহলির অনুপস্থিতিতে তিনি দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শুভমান গিলকে সমর্থন দেন। সেই সফরে দুটি সেঞ্চুরিসহ একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনি নিজের দক্ষতা আরও একবার প্রমাণ করেছেন। এবার দেখার বিষয়, ক্রিকেটের বাইরেও তার নেতৃত্ব কতটা সফল হয়।

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে খেলেছেন একাধিক দলের হয়ে, এবার নিজেই দল কিনে ফেললেন কেএল রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল