ভাইরাল হওয়া ছবিটি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির। মাদার্স ডে-র (Mothers Day) উপলক্ষে কোহলি কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি অনুষ্কা শর্মাকেও ট্যাগ করেছেন। একটি ছবিতে অনুষ্কা শর্মা ও ভামিকা কোহলিকে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে কোহলির শৈশবের ছবি রয়েছে, যেখানে তিনি তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। ভক্তরা কোহলির এই ছবিগুলিতে প্রচুর কমেন্ট করছেন ও প্রশংসা করছেন।
advertisement
আরও পড়ুন- ‘মা হচ্ছি’, বিয়ের আগেই ভিভকে জানান নীনা! ভিভের যা জবাব ছিল, আশাই করেননি
কোহলি তাঁর পোস্টে লিখেছেন, “বিশ্বের সমস্ত মায়েদের মাতৃ দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমার একজন মা আছেন, একজন মা আমাকে পুত্ররূপে গ্রহণ করেছেন, লালন-পালন করে ভালবাসা ও নিরাপত্তায় বড় করে তুলেছেন। আমরা প্রতিদিন তোমাকে আরও বেশি ভালবাসি।”
সম্প্রতি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, যার ফলে ক্রিকেটমহলে হইচই পড়ে যায়।
এখন বিরাট কোহলিও BCCI-কে দ্বিধায় ফেলে দিয়েছেন। তিনি ইংল্যান্ড সফরে যেতে অস্বীকার করেছেন, যার পর থেকেই BCCI তাঁকে রাজি করানোর চেষ্টা করছে। জোর জল্পনা চলছে যে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে পারেন।