TRENDING:

IND vs ENG: দ্বিতীয় টেস্টে ভারতের সবথেকে বড় চমক! তিন নম্বর ব্যাটিং পজিশনে 'কামব্যাক' করছেন তারকা ব্যাটার!

Last Updated:

IND vs ENG 2nd Test: দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের জয়ে ফিরতে কী রণনীতি অবলম্বন করা উচিত তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। তবে প্রথম ম্যাচে সাই সুদর্শ ব্যর্থ হওয়ার পর মনে করা হচ্ছে তিন নম্বরে পজিশনে ফিরতে চলেছেন তারকা ব্যাটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যে মাঠে ভারত একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি যে মাঠে ভারতের বহু বড় বড় অধিনায়করা পরাজয়ের মুখ দেখেছেন, যে পিচে বড় স্কোর করেও দল হার মানতে বাধ্য হয়েছে — তখন মনে হয়, সত্যিই যেন এক গভীর ধাঁধা। যেটা সমাধান করতে গিয়ে ভারতীয় দল বছরের পর বছর ব্যর্থ হয়েছে। এমন এক পিচ ও পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের জয়ে ফিরতে কী রণনীতি অবলম্বন করা উচিত তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। তবে প্রথম ম্যাচে সাই সুদর্শ ব্যর্থ হওয়ার পর মনে করা হচ্ছে তিন নম্বরে পজিশনে ফিরতে চলেছেন তারকা ব্যাটার।
News18
News18
advertisement

২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি সেই বার্মিংহামের এজবাস্টনের মাঠে শুরু হবে। যে মাঠ ভারতের জন্য বহু বছর ধরে জয়ের স্বাদ পায়নি। এই পরিস্থিতিতে যদি জানা যায় যে, টিম ম্যানেজমেন্ট এমন এক কম্বিনেশন নিয়ে নামতে চলেছে যা সকলকে চমকে দিতে পারে, তাহলে আপনি কী বলবেন? কারণ টেস্ট ক্রিকেটে কোনও দলের ব্যাটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হল তিন নম্বর, আর নিজের চেনা জায়গাতে কামব্যাক করতে চলেছেন তারকা ব্যাটার।

advertisement

সূত্রের খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট দুইজন বড় ম্যাচ উইনার বোলারকে ছাড়াই ম্যাচে নামার কথা ভাবছে। গত কয়েক দিনে, যখন থেকেই জসপ্রীত বুমরাহর এজবাস্টনে না খেলার জল্পনা প্রকাশ্যে এসেছে, তখন থেকেই ধরে নেওয়া হচ্ছিল যে দলের অন্য বড় ম্যাচ উইনার, যার ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড দুর্দান্ত, সে নিশ্চয়ই খেলবে। কিন্তু ম্যাচ শুরুর ঠিক কিছু ঘণ্টা আগে যে খবর সূত্র মারফত পাওয়া গেল, তাতে সকলেই চমকে গেছেন।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: চোখে সর্ষে ফুল দেখবে ইংরেজরা! দ্বিতীয় টেস্টে ভারতের বোলিং অ্যাটাকে ফিরছেন এমন ২ তারকা!

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, টিম ম্যানেজমেন্টের তরফে যে দ্বিতীয় ইঙ্গিত পাওয়া গেছে, তা বিস্ময়কর হতে পারে। প্রথম টেস্ট খেলা সাই সুদর্শনকে দ্বিতীয় টেস্টে বসে থাকতে হতে পারে এবং করুণ নায়ারকে তিন নম্বরে প্রোমোট করা হতে পারে। এটা সম্ভব বলেই মনে হচ্ছে কারণ শার্দুল ঠাকুরের বদলে নীতিশ রেড্ডির খেলা নিশ্চিত। ঘরোয়া ক্রিকেটে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেই সাফল্য পেয়েছেন করুন নায়ার। তার চেনা জায়গা সেটি। তিন নম্বরে খেলতকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ভারতীয় দলে কামব্যাকের পর প্রথম টেস্টে নীচের দিকে ব্যাট করে সাফল্য পাননি করুন নায়ার। তিন নম্বরে তাঁকে পাঠানো হলে সাফল্য পান কিনা এখন সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: দ্বিতীয় টেস্টে ভারতের সবথেকে বড় চমক! তিন নম্বর ব্যাটিং পজিশনে 'কামব্যাক' করছেন তারকা ব্যাটার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল