২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি সেই বার্মিংহামের এজবাস্টনের মাঠে শুরু হবে। যে মাঠ ভারতের জন্য বহু বছর ধরে জয়ের স্বাদ পায়নি। এই পরিস্থিতিতে যদি জানা যায় যে, টিম ম্যানেজমেন্ট এমন এক কম্বিনেশন নিয়ে নামতে চলেছে যা সকলকে চমকে দিতে পারে, তাহলে আপনি কী বলবেন? কারণ টেস্ট ক্রিকেটে কোনও দলের ব্যাটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হল তিন নম্বর, আর নিজের চেনা জায়গাতে কামব্যাক করতে চলেছেন তারকা ব্যাটার।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট দুইজন বড় ম্যাচ উইনার বোলারকে ছাড়াই ম্যাচে নামার কথা ভাবছে। গত কয়েক দিনে, যখন থেকেই জসপ্রীত বুমরাহর এজবাস্টনে না খেলার জল্পনা প্রকাশ্যে এসেছে, তখন থেকেই ধরে নেওয়া হচ্ছিল যে দলের অন্য বড় ম্যাচ উইনার, যার ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড দুর্দান্ত, সে নিশ্চয়ই খেলবে। কিন্তু ম্যাচ শুরুর ঠিক কিছু ঘণ্টা আগে যে খবর সূত্র মারফত পাওয়া গেল, তাতে সকলেই চমকে গেছেন।
আরও পড়ুনঃ IND vs ENG: চোখে সর্ষে ফুল দেখবে ইংরেজরা! দ্বিতীয় টেস্টে ভারতের বোলিং অ্যাটাকে ফিরছেন এমন ২ তারকা!
টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, টিম ম্যানেজমেন্টের তরফে যে দ্বিতীয় ইঙ্গিত পাওয়া গেছে, তা বিস্ময়কর হতে পারে। প্রথম টেস্ট খেলা সাই সুদর্শনকে দ্বিতীয় টেস্টে বসে থাকতে হতে পারে এবং করুণ নায়ারকে তিন নম্বরে প্রোমোট করা হতে পারে। এটা সম্ভব বলেই মনে হচ্ছে কারণ শার্দুল ঠাকুরের বদলে নীতিশ রেড্ডির খেলা নিশ্চিত। ঘরোয়া ক্রিকেটে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেই সাফল্য পেয়েছেন করুন নায়ার। তার চেনা জায়গা সেটি। তিন নম্বরে খেলতকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ভারতীয় দলে কামব্যাকের পর প্রথম টেস্টে নীচের দিকে ব্যাট করে সাফল্য পাননি করুন নায়ার। তিন নম্বরে তাঁকে পাঠানো হলে সাফল্য পান কিনা এখন সেটাই দেখার।