সম্প্রতি এক সাক্ষাতকারে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। উত্তরে জসপ্রীত বুমরাহ যা বলেন তা অবাক করে সকলকে। বুঝিয়ে দেন নিজের উপর কতটা বিশ্বাস তার। বুমরাহ আলাদা করে কোনও ব্যাটারের নাম কিন্তু নেননি। উল্টে নিজের শক্তির উপর আস্থা থাকলে সকল পরিস্থিতির মোকবিলা করা যায় বলে জানিয়েছেন তারকা পেসার।
advertisement
জসপ্রীত বুমরাহ বলেছেন,আমি একটা ভালো উত্তর দিতে চাই। যা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আমি সকল ব্যাটারকে শ্রদ্ধা করি। কবে কাউকে আমার মাথার উপর চড়ে বসতে দিইনা। নিজের শক্তির উপর আস্থা রেখে নিজের কাজটা ঠিক মত করে যেতে চাই। তাহলে আমার বিশ্বাস আমাকে কেউ আটকাতে পারবে না। আমি নিজেকে সেরা সুযোগ দিতে চাই। প্রতিপক্ষ ব্যাটারকে সেরা হতে দিতে কখনই চাইনা। প্রতিপক্ষ নয়, আমি নিজেকে দেখি, নিজের ট্যালেন্টের যোগ্যতার উপর বিশ্বাস রাখি।”
আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction: কবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? কোথায় বসবে আসর? সামনে এল বড় আপডেট
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের পর বর্তমানে বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরাহ। টি-২০ বিশ্বকাপেও ভারতের হয়ে সেরা পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় ১৫টি উইকেট নিয়ে মরা আলাদা করে কোনও ব্যাটারের নাম কিন্তু নেননি। সামনে ভারতের ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। সেই কারণে বিশ্রাম নিয়ে মাঠে ফেরার প্রস্তুতি সারছেন বুম-বুম।