TRENDING:

Gautam Gambhir on KKR: কেকেআর ছাড়ার পর কলকাতাকে নিয়ে প্রথম পোস্ট গম্ভীরের, কী বলেন ভারতের হেড কোচ?

Last Updated:

Gautam Gambhir on KKR: কেকেআরের প্রতিটা ট্রফি জয়ের পিছনেই ছিলেন গম্ভীর। ভারতের দায়িত্ব নেওয়ার পরে শাহরুখের দল নিয়ে প্রথম বার পোস্ট করলেন গৌতম গম্ভীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএলে কেকেআর দলের সাফল্যের পিছনে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসাবে কলকাতাকে দুটো আইপিএল জিতিয়েছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, গম্ভীর ছেড়ে যাওয়ার পরে কলকাতায় যে ট্রফির খরা চলছিল, মেন্টর হয়ে এসে সেই খরাও কাটিয়েছেন গম্ভীর। চলতি বছরেই আইপিএল ঘরে তুলেছে কলকাতা।
কলকাতাকে নিয়ে বিশেষ পোস্ট গম্ভীরের।
কলকাতাকে নিয়ে বিশেষ পোস্ট গম্ভীরের।
advertisement

আরও পড়ুন: গুরু পূর্ণিমায় চারটি বিরল ঘটনার শুভ যোগ! কাজে আসবে সাফল্যে, কিনতে পারেন সম্পত্তিও, জেনে নিন সময়

আইপিএলে ভাল ফলের জন্য ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন গম্ভীর। কেকেআরের প্রতিটা ট্রফি জয়ের পিছনেই ছিলেন গম্ভীর। ভারতের দায়িত্ব নেওয়ার পরে শাহরুখের দল নিয়ে এক্স হ্যান্ডলে প্রথম বার পোস্ট করলেন গৌতম গম্ভীর। কলকাতা এবং কেকেআর ভক্তদের উৎসর্গ করা ভিডিওর ক্যাপশনে গম্ভীর লিখেছেন, “এসো কলকাতা নতুন পরম্পরা স্থাপন করি”।

advertisement

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আড়াই মিনিটের এই ভিডিওতে তুলে ধরা হয়ে গম্ভীরের কলকাতা এবং কেকেআরের প্রতি ভালবাসার কথা। সেই সঙ্গে কলকাতা শহরের ঐতিহ্য এবং কেকেআরের আইপিএল জয়ের বেশ কিছু মুহূর্তও রয়েছে সেখানে। সব মিলিয়ে কলকাতাকে বিদায় জানিয়ে নতুন দায়িত্ব পেয়ে যেন অতীতের সোনালি দিন স্মরণ করলেন গম্ভীর, সেই সঙ্গে কলকাতাবাসীর প্রতি তাঁর অন্তহীন ভালবাসার প্রকাশ ঘটালেন এই ভিডিওর মাধ্যমে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir on KKR: কেকেআর ছাড়ার পর কলকাতাকে নিয়ে প্রথম পোস্ট গম্ভীরের, কী বলেন ভারতের হেড কোচ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল