মোহালি জুড়ে ম্যাচ শেষে শুধু কোহলি-বন্দনা। যা মোহালি থেকে নিমেষে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে। বিরাট-শো শেষেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে শুভেচ্ছা-অভিনন্দন, বিস্ময়, অবিশ্বাস্য ইনিংস নিয়ে ঝড়। আর মাঠে খেলা শেষের অনেক পরেও বিরাটকে কোলে তুলে উচ্ছ্বাস সতীর্থদের। কাঙারু-বধের অন্যতম নায়কের অপরাজিত ৮২রানের ইনিংস।
টিম হোটেলে ফিরেও সেই উচ্ছ্বাসের আবহ। মধ্যমনি বিরাটের হাত ধরেই ছুটল শ্যাম্পেনের ফোয়ারা। চলল সেমিফাইনালে ওঠার আনন্দে কেক কেটে সেলিব্রেশন।বিরাট কোহলির অপর নাম আত্মবিশ্বাস। বিরাটের অপর নাম রান তাড়া করে জয়ের কারিগর। ক্রিকেট জাদুকরের ক্যারিশ্মায় মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টিতে রান তাড়া করে সফল ব্যাটসম্যানদের মধ্যেও এখন শীর্ষে বিরাট কোহলি। রান করেছেন ৭৩৭। মার্টিন গাপ্টিল ৬১১রান। শেন ওয়াটসন করেন ৬০১ রান।
advertisement
টি-টোয়েন্টিতে হাফ- সেঞ্চুরি করার দৌড়েও সবার শীর্ষে বিরাট কোহলি। তাঁর অর্ধশতরানের সংখ্যা ১৫। এরপর রয়েছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান এবং ম্যাকালাম। হাফ সেঞ্চুরির সংখ্যা ১৩।
মাত্র ৩৯টি ম্যাচ খেলে ১৫০০ রান করেছেন বিরাট। এই রান করতেই গেইলের লেগেছিল ৪৪টি ম্যাচ।
বিরাটে ভর করেই ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভারতীয় শিবিরের অন্দরে। ৩১মার্চ সেমিফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। অশনি সংকেত একটাই, যুবির চোট। তবে বিরাট-রাজে টিম গেম নিয়ে ভাবতে চান না ক্যাপ্টেন কুল। বিকল্প অপশনে তৈরি হয়েই রয়েছেন অজিঙ্কা রাহানে। না, কোনও কিছুই যেন দমাতে পারবে না এই ভারতকে। বিরাটের আত্মবিশ্বাস, আবেগ ছড়িয়ে গেছে যেন গোটা মেন ইন ব্লু জার্সিতেই। বিরাটের আবারও একটা কোহিনূর ইনিংস দেখার অপেক্ষাতেই গোটা ভারতীয় শিবির।