এদিন আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে কিছুটা লাভ হয়েছে ভারতের। নেট রান রেট-এর হিসাবে ভারত এখন কিছুটা ভাল জায়গায় রয়েছে। ভারতের নেট রান রেট এখন +০.০৭৩। তবে এখনও গ্রুপ ২-এর চার নম্বরে রয়েছে ভারত।
advertisement
গ্রুপ-২-এর এক নম্বরে থাকা পাকিস্তান ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। দুই ও তিনে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। কিইয়িদের নেট রান রেট +০.৮১৬। অন্যদিকে আফগানিস্তানের নেট রান রেট +১.৪৮১।
ভারত বাকি দুটি ম্যাচ জিতলে মোট পয়েন্ট হবে ৬। অন্যদিকে নিউ জিল্যান্ড ইতিমধ্যে ৪ পয়েন্ট পেয়েছে। তারা বাকি দুটি ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে কোহলিদের শেষ চারে যাওয়ার আর কোনও আশা নেই। আফগানিস্তানের পয়েন্ট এখন ৪।
ভারতকে পরবর্তী দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে। অন্যদিকে আফগানিস্তান বা নামিবিয়ার কাছে হারতে হবে নিউ জিল্যান্ডকে। তা হলে নিউ জিল্যান্ডের পয়েন্ট হবে ৬। ভারত ওদিকে বাকি দুটি ম্যাচ জিতে থাকবে ৬ পয়েন্টে। আবার নিউ জিল্যান্ডকে হারাতে পারলে আফগানিস্তানেরও ৬ পয়েন্ট হবে। সেক্ষ্ত্রে নেট রান রেট নির্ণায়ক হয়ে দাঁড়াবে।