গতকাল অর্থাত্ শুক্রবার পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ১২টি ম্যাচের ১০টি জিতেছে পরে ব্যাটিং করা দল। অর্থাত্ প্রথমে ফিল্ডিং করলে যে কোনও দল বাড়তি সুবিধা পাচ্ছে। আবুধাবি, শারজাহ, দুবাইয়ে শিশির যেন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
advertisement
রবিবার মরণ-বাঁচন ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। আর এই ম্যাচে টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। অন্তত এখনকার পরিস্থিতি তাই বলছে। অর্থাত্, রবিবার টস যার, ম্যাচ তার। আর সেটা বিরাট কোহলিও স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীর পরিস্থিতিতে টস এখন বড় ফ্যাক্টর।
এমনিতে শিশিরের সঙ্গে জুঝতে ব্যাটাররা ভিজে বল খেলে অনুশীলন সারেন। কিন্তু এবার ভারতীয় দলের বোলাররা জলে বল চুবিয়ে ট্রেনিং করছেন। কারণ রবিবার টসে হেরে পরে বোলিং করতে হলে শিশির মুশকিলে ফেলতে পারে। তাই ভিজে বলে অনুশীলন সারলেন শামি, বুমরাহরা।
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন ভিজে বল গ্রিপ করতে সমস্যা। তা ছাড়া শিশিরে বল ভিজলে আচরণ বদলে যায়। বলে বোলার যেমন ডেলিভারি করতে চান, তেমনটা নাও পেতে পারেন। সেই সময় বলের সঙ্গে বোলারের মানিয়ে নেওয়াটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ সামলাতেই শামি, বুমরাহদের এমন অনুশীলন।