অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স দলের ধারাবাহিকতার জন্য মূলত অলরাউন্ডারদের ভূমিকার কথা উল্লেখ করলেন। দলের দুই প্রধান অলরাউন্ডার, স্টোইনিস এবং ম্যাক্সওয়েল বল হাতে খুব উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের দিন। ব্যাটিংয়েও এই দুজন মিলে চতুর্থ উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়েন যা অমূল্য। ক্যামিন্স বলেন দুজন বিশ্বমানের অলরাউন্ডার থাকার জন্যই দলের মধ্যে ফ্লেক্সিবিলিটি তৈরি হয়েছে।
advertisement
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও এই দল পরের ম্যাচে ভাল করার ক্ষমতা রাখে মনে করেন কামিন্স। কামিন্স বলেন ম্যাক্সওয়েল বল হাতে এক ওভারে ১৬ রান দিলেও তাতে সাহায্য হয়েছে পেসার স্টার্কের। এছাড়াও শুরুতে একটি, মাঝে দুটি ওভার ম্যাক্সওয়েল করে রান আটকে দিতে যেমন পারে ঠিক তেমনই উইকেটও তুলে নিতে পারে। কামিন্স আরো বলেন যে স্টোইনিস সেভাবে বল না করলেও সবাই জানে যে বল হাতে ও কতটা গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি মনে করেন দলে অলরাউন্ডার থাকার জন্যই অস্ট্রেলিয়া দলটি সবার থেকে আলাদা এবং সবচেয়ে বেশী শক্তিশালী দল। টি টোয়েন্টি বিশ্বকাপ পাওয়ার লক্ষ্য নিয়ে এবার বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। একসময় ৫০ ওভারে ক্রিকেটে রাজত্ব করা দলটি ২০ ওভারের ক্রিকেটেও নিজেদের প্রভাব বিস্তার করতে বদ্ধপরিকর এই বছর। দুই ম্যাচে দুটিতে জিতে সেমিফাইনালের টিকিট প্রায় পাকা করলেও ক্রিকেটে শেষ মুহূর্তে অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অস্ট্রেলিয়া। জর্ডান, ওকস, বাটলাররা একপ্রকার ছেলেখেলা করেছেন অস্ট্রেলিয়ার সঙ্গে। কিন্তু প্যাট কামিন্স আশাবাদী এই হার ভুলে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া। আজ যোগ্য দল হিসেবেই জিতেছে ইংল্যান্ড মেনে নিচ্ছেন তিনি। কিন্তু তালিকায় তিন নম্বরে নেমে গেলেও কামব্যাক করার আশা ছাড়তে রাজি নন অস্ট্রেলিয়ান পেসার।