TRENDING:

৬-১! বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান, ২ জনকে ভয়! ভারতের টিম কেমন হবে দেখুন

Last Updated:

India vs Pakistan Match Preview: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে বেঞ্চে বসতে হতে পারে। কারণ ওপেনিংয়ে বিরাট খেললে ভারত অলরাউন্ডারদের সুযোগ দিতে পারে। ফলে কুলদীপ যাদবের জায়গায় আবার অক্ষর প্যাটেলকে প্রথম একাদেশে রাখা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া রবিবার বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে ৮ম বার মুখোমুখি হবে দুই দল।
advertisement

ভারতীয় দল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছিল। এদিকে প্রথম ম্যাচেই আমেরিকার সামনে পাকিস্তানের মনোবল ভেঙে গিয়েছিল।

রবিবারের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে দুই দেশেই উত্তেজনা। অধিনায়ক রোহিত শর্মা কি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্লেয়িং ইলেভেন পরিবর্তন করবেন? সম্ভবত আগের ম্যাচের দলই খেলবে।

আরও পড়ুন- ক্রিকেট দেখেন? বলুন তো, ভারতের ফিল্ডিং কোচ কে? ৯৯% ক্রিকেটভক্ত জানেন না

advertisement

বিরাট কোহলিকে আবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। কোহলি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে ব্যর্থ হন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাঁর রেকর্ড দুর্দান্ত।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে বেঞ্চে বসতে হতে পারে। কারণ ওপেনিংয়ে বিরাট খেললে ভারত অলরাউন্ডারদের সুযোগ দিতে পারে। ফলে কুলদীপ যাদবের জায়গায় আবার অক্ষর প্যাটেলকে প্রথম একাদেশে রাখা হতে পারে।

advertisement

নিউ ইয়র্কের পিচে এখনও পর্যন্ত বোলারদের আধিপত্য রয়েছে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং পরীক্ষার মুখে পড়তে পারে। হয়তো আবার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে বাইরে বসতে হবে।

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চারটি গ্রুপ ম্যাচই খেলবে নিউ ইয়র্কে। বিশ্বকাপে (টি-টোয়েন্টি) পাকিস্তানের  বিরুদ্ধে ভারতীয় দল এগিয়ে। এখনও পর্যন্ত দুই দল ৭ বার মুখোমুখি হয়েছে। টিম ইন্ডিয়া মাত্র একটি ম্যাচ হেরেছে।

advertisement

আরও পড়ুন- ২৪ ঘণ্টা বাকি নেই ভারত-পাকিস্তান ম্যাচের, এর মধ্যে রোহিত শর্মাকে নিয়ে খারাপ খবর

পাকিস্তানের কাছে রবিবারের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বিরুদ্ধে হারলে তাদের সুপার এইটে ওঠার রাস্তা কঠিন হবে আরও। তবে এই ম্যাচে পাকিস্তানের ২ জন পেসারকে নিয়েই চিন্তা ভারতের। মহম্মদ আমির আর শাহিন শাহ আফ্রিদি।

advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং-ইলেভেন-

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ।

বাংলা খবর/ খবর/খেলা/
৬-১! বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান, ২ জনকে ভয়! ভারতের টিম কেমন হবে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল