অবসরের সময় এম এস ধোনি নিজের ইনস্টাগ্রাম কেরিয়ারের নানা মুহূর্তের ছবি দিয়ে জনপ্রিয় গানের সাহায্যে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এমএস ধোনি। কেদার যাদবও ঠিক একই কায়দায় অবসরের কথা ঘোষণা করেছেন। ‘জিন্দেগি কে সফর ম্যায়’গান ব্যবহার করে নিজের আন্তর্জাতিক, আইপিএল ও ঘরোয়া ক্রিকেটের নানা ছবি শেয়ার করেছেন।
ছবি শেয়ার করে ক্যাপশনে কেদার যাদব লিখেছেন,“আমার গোটা কেরিয়ারে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। দুপুর ৩টে থেকে আমাকে সব ধরনের ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত হিসাবে ধরে নিন।” নিজেক ক্রিকেট কেরিয়ারে ইতি টানার সময় কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কেদার যাদব তার পোস্টের গান ও ছবিই সেই কথা বলে দিচ্ছে।
advertisement
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে টেস্ট খেলেননি কেদার যাদব। একদিনের ক্রিকেট ও টি-২০ ক্রিকেট খেলেছেন। টিম ইন্ডিয়ার হয়ে ৭৩টি ওয়ানডে ও ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন কেদার যাদব। ওডিআইতে কেদার যাদবের ঝুলিতে রয়েছে ১৩৮৯ রান। ৬টি হাফ সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি করেছেন তিনি। আর টি-২০ ক্রিকেটে ৯ ম্যাচে তাঁর সংগ্রহ ১২২ রান। অবসর ঘোষণার পর কেদার যাদবকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে।