মেগা সেমিফাইনালের আগে আমরা যদি দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান একটু দেখি, সেখানে কিন্তু ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ২২ বার মুখোমখুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছ টিম ইন্ডিয়া ও ১০টি ম্যাচ গেছে ইংল্যান্ডের দখলে। আর টি-২০ বিশ্বকাপে দুই দলের এখনও পর্যন্ত ৩ বার সাক্ষাৎ হয়েছে। ২টি জিতেছে ভারত ও ১টি ইংল্যান্ড।
advertisement
আরও পড়ুনঃ কোহলির চোট সমস্যা থেকে চাহলকে নিয়ে জল্পনা, ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দল
অ্যাডিলেডে অবশ্য এদিনের ম্যাচে দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তির তুলনা করলে যে কোনও একটি দলকে এগিয়ে রাখা খুবই শক্ত। কারণ ব্যাটিং বিভাগে দুই দলেই একাধিক ম্যাচ উইনাার রয়েছে। কিন্তু অলরাউন্ডার বিভাগে ভারতের থেকে এগিয়ে ব্রিটিশরা। দুই দলের বোলিং অ্যাটেকের তুলনা করলে পেস অ্যাটাকে সামান্য এগিয়ে ইংরেজরা। তবে স্পিন অ্যাটাক ভারতের অনেক শক্তিশালী। ফলে আজকের ম্যাচে কে হাসবে শেষ হাসি তার উত্তর দেবে আগামি কয়েক ঘণ্টার অ্যাডিলে।
