২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন শাহ আফ্রিদির আগুনে স্পেল এখনও স্মরণে রয়েছে সকলের। ভারতীয় টপ অর্ডারকে একাই ধ্বংস করেছিলেন তিনি। রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলির উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়ের নায়ক হয়েছিলেন শাহিন আফ্রিদি। মাঝে চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। তবে চোট সারিয়ে ফের একবার বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে আগুন ঝরাতে প্রস্তুত পাক পেসার।
advertisement
চোট থেকে ফেরার পর বিশ্বকাপের অনুশীলন ম্যাচে শাহিন আফ্রিদি বুঝিয়ে দিয়েছেন আরও ভয়ঙ্কর হয়ে ফিরেছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে তার ভয়ঙ্কর ইয়র্কার একটু হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের। নেটেও রীতিমত আগুন ঝরাচ্ছেন বাঁ হাতি তারকা পেসার। বিশেষ করে শাহিনের ভিতরে আসা ইন সুইং সমস্যায় ফেলতে পারে বিশ্বের যে কোন তাবড় ব্যাটারকে।
তবে শুধু শাহিন আফ্রিদিই প্রস্তুত হয়েছেন তেমনটা নয়। পাক পোরকে পাল্টা দিতে এবার ১০০ শতাংশ প্রস্তুত রয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা। আফ্রিদির জন্য আলাদা রণনীতি তৈরি করেছে ভারতীয় দল। নেটেও শাহিন আফ্রিদির মোকাবিলা করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। পাক পেসারকে সমীহ করলেও বাজে বলে পাল্টা মারের রণনীতিই নেবে ভারতীয় ব্যাটাররা। ব্যাটে-বলে অন্যতম সেরা লড়াই দেখার জন্য প্রস্তুত ক্রিকেট বিশ্ব।