নিজের শত ব্যস্ততার মাঝে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ তো দেখেছেন গুগল সিইও। এমন জয়ের মুগ্ধতা থেকে বেরোতে পারছেন না তিনিও। দীপাবলির দিনও ম্যাচের শেষ তিন ওভার আবার দেখেছেন সুন্দর পিচাই। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন তিনি। সুন্দর পিচাই ট্যুইটারে লেখেন, 'শুভ দীপাবলি! প্রত্যেকের বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটুক সেই কামনা করি। আজ শেষ তিন ওভার আরও একবার দেখে সেলিব্রেট করলাম। কী দারুণ খেলা আর পারফরম্যান্স।'
advertisement
গুগলের সিইও-র পোস্টেও ট্রোলারের অভাব নেই। সুন্দর পিচাইয়ের পোস্টে এক পাকিস্তান সমর্থক ট্রোল করার জন্য লেখেন,‘শুধু তিন ওভার শেষের নয় প্রথমে তিন ওভারও দেখুন’। আসলে ভারতীয় ব্যাটিংয়ের শুরুর দিকে রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের আউট হওয়ার কথা বোঝাতে চেয়েছিলেন ওই পাক সমর্থক। গুগল সিইও-কে ঘোল খাওয়ানো কী অতই সোজা। পাল্টা প্রতিক্রিয়ায় সুন্দর পিচাই লেখেন, 'হ্যাঁ আমি সেটাও দেখেছি। আরশদীপ এবং ভুবনেশ্বর দারুণ বোলিং করেছে।'
প্রসঙ্গত, ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে পাকিস্তান। ৫২ রান করেন শান মাসুদ ও ৫১ রান করেন ইফতিকর আহমেদ। ভারতের হয়ে ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং। রান তাড়া করতে নেমে একসময় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ১১৩ রানের পার্টনাশিপ করেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত বিরাট কোহলির অপরাজিত ৮২ ও হার্দিক পান্ডিয়ার ৪০ রানের ইনিংসেভর করে জয় পায় ভারত।