দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর সাংবাদিক বৈঠকে হারের দায় দলের বর্তমান ও প্রাক্তন অধিনায়কের উপর চাপিয়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের ১২ তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এডেন মার্করামের সহজ ক্যাচ ফেলেন বিরাট কোহলি। তারপর পরের ওভারেই মার্করামকে রান আউট করার সহজ সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু বল ছুঁড়ে উইকেট ভাঙতে ব্যর্থ হন রোহিত।
advertisement
এই দুই ঘটনাকেই ম্যাচে হারের টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যা দিয়ে ভুবনেশ্বর কুমার বলেন,'সত্যি, যদি ক্যাচটা না পড়ত, তা হলে ফল হয়তো আলাদা হত। ক্রিকেটে ক্যাচ ম্যাচ জেতায়। ওটা তফাত গড়ে দিল'। এরপর ভুবি আরও বলেন,'শুধু ক্যাচ নয়, রান আউটের সুযোগও নষ্ট করেছি। অল্প রানের ম্যাচে এই ভুলগুলোর উপর হার-জিত নির্ভর করে।'
আরও পড়ুনঃ বিরাট কোহলির ঘরের ভিডিও ফাঁস, ক্ষোভ উগরে কড়া বার্তা দিলেন অনুষ্কা শর্মা
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ভারত। সর্বোচ্চ ৬৮ রান করেন সূর্যকুমার যাদব। দঃ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট রান নেন লুঙ্গি এনগিডি। এছাড়া ৩টি উইকেট নেন ওয়েন পার্নেল। রান তাড়া করতে নেমে ডেভিড মিলারের ৫৯ ও এডেন মার্করামের ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।