ভারতের বিরুদ্ধে হারের পর ড্রেসিং রুমে নিজে দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন বাবর। ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে যখন শেষ বলে ৩ রান বাকি জয়ের জন্য। কিন্তু এক রানের বেশি করতে পারেননি ব্যাটাররা। সেই সময় ম্যাচ হারের পর পাক ড্রেসিং রুমের ক্যামেরা ঘোরানো হলে দেখা যায় বিধ্বস্ত অবস্থা। এই হার যেন মেনে নিতে পারছেন কেউ।
advertisement
আরও পড়ুনঃ জিম্বাবোয়ের পাকিস্তান 'বধের' পর বাঁধনহারা উচ্ছ্বাস, ৭টি ছবিতে দেখুন আবেগ ভরা সেলিব্রেশনের মুহূর্ত
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে হতাশ পাকিস্তান দলের কোচ সাকলাইন মুস্তাক। পরপর দুটি ম্যাচে হারের পর হতবাক ব্যাটিং কোচ ম্যাথু হেডেনও। সবথেকে বিধ্বস্ত দেখিয়েছে বাবর আজমকে। পাক অধিনায়ককে মুখ হাত দিয়ে ঢেকে বসে থাকতে দেখা যায়। মুখ ঢাকেন রিজ়ওয়ান। বাকিদের অবস্থাও ছিল একই রকম। এখান থেক ঘুড়ে দাঁড়ানোর পথ বেশ কঠিন তা বেশ বুঝে পারছিলেন পাকিস্তান ক্রিকেটার থেকে কোচিং স্টাফরা।
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবোয়ে। সর্বোচ্চ ৩১ রান করেন সিন উইলিয়ামস। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ ওয়াসিম ও ৩টি উইকেট নেন শাদাব খান। একটি উইকেট হ্যারিস রউফের। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৪৪ রান করেন শান মাসুদ। এছাড়া মহম্মদ নওয়াজ ২২ ও শাদাব খান ১৭ রান করেন। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সিকন্দর রাজা। ১ রানে ঐতিহাসিক জয় পায় জিম্বাবোয়ে।