TRENDING:

T20 World Cup 2022: সেমিফাইনাল খেলা না হলে আরামে ভারত যাবে ফাইনালে অন্যদিকে পাকিস্তানের দফারফা, কারণ জানুন

Last Updated:

বুধবার প্রথম সেমিফাইনালে খেলা হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড আর দ্বিতীয় সেমিফাইনাল হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম মরশুম জমজমাট ভাবেই চলছে৷ এরইমধ্যে বুধবার ও বৃহস্পতিবার এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের খেলা হবে৷ এবারের টুর্নামেন্টে যে ফর্ম্যাটে খেলা হয়েছে তাতে সেমিফাইনাল পর্বেই নকআউট খেলা হবে৷ একাধিক অঘটন হয়েছে টুর্নামেন্টে পাশাপাশি একাধিক দল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে৷ বুধবার প্রথম সেমিফাইনালে খেলা হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড আর দ্বিতীয় সেমিফাইনাল হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে৷
t20 world cup 2022
t20 world cup 2022
advertisement

মজার একটা কথা যদি ভারত সেমিফাইনাল না খেলতে পারে মানে প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির কারণে যদি সেমিফাইনালের খেলা ভেস্তে যায় তাহলে ভারত সরাসরি ফাইনালে চলে যাবে আর ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে৷ ভাবছেন এ আবার কেমন কথা৷ এটাই একদম সত্যি তথ্য৷ কোনও গুঞ্জন-ফিসফাস বা গুজব নয়৷

সেমিফাইনালের ম্যাচের থেকে ফলাফল আসার জন্য অন্তত ১০ ওভার করে খেলতে হবে৷ যদি দুটি দলের ১০ ওভার করে খেলা না হয় তাহলে রিজার্ভ ডে-তে ফের খেলা হবে৷ তবে রিজার্ভ ডে-তে আবার নতুন করে খেলা শুরু হবে না বরং প্রথম দিনে খেলা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা৷

advertisement

টি টোয়েন্টি মাচের সেমিফাইনালের ক্রীড়াসূচি

১ সেমিফাইনাল- নিউজিল্যান্ড বনাম পাকিস্তান- নভেম্বর ৯- এসসিজি (সিডনি)

২ সেমিফাইনাল - ভারত বনাম ইংল্যান্ড -নভেম্বর ১০- অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

যদি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টি হলে কী হবে?

টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল হবে এমসিজিতে৷ ফাইনাল হবে নভেম্বরের ১৬ তারিখে৷ এই ম্যাচগুলির জন্যেই খালি রিজার্ভ ডে রাখা হয়েছে৷ যদি বৃষ্টির কারণে দুদিনেও সেমিফাইনাল শেষ না করা যায় তাহলে তাহলে কী হবে৷ আইসিসি-র নিয়ম আনুযায়ী পয়েন্ট স্ট্যান্ডিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনাল থেকে সরাসরি ফাইনালে যাওয়ার দাবিদার৷

advertisement

ফাইনালে বৃষ্টি হলে কী হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

নভেম্বরের ১৩ তারিখ ফাইনাল হওয়ার জন্য নির্ধারিত দিন৷ এবার সেদিন যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে রিজার্ভ ডে-তে খেলা হবে৷ যদি তাও না হয় তাহলে ট্রফি দু দেশ ভাগ করে নেবে৷

বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2022: সেমিফাইনাল খেলা না হলে আরামে ভারত যাবে ফাইনালে অন্যদিকে পাকিস্তানের দফারফা, কারণ জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল