বাংলা ক্রিকেটে নক্কারজনক ঘটনা। সিএবি পরিচালিত ক্রিকেটে গড়াপেটার গুরুতর অভিযোগ উঠেছিল। সুপার ডিভিশন লিগ পর্বের ম্যাচ ঘিরে গড়াপেটার ছায়া।
সল্টলেক করুণাময়ীতে ভিডিওকন মাঠে মুখোমুখি হয়েছিল টাউন ও মহামেডান ক্লাব। তিন দিনের এই ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৭ পয়েন্ট পায় টাউন। ৩ পয়েন্ট যায় সাদা কালো শিবির। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরাট কোহলির সতীর্থ প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।
advertisement
আরও পড়ুন- ধোনিকে নিয়ে বড় সুখবর! আইপিএল ২০২৪ শুরুর আগেই জানালেন প্রিয় বন্ধু, খুশি ফ্যানেরা
ওই ম্যাচের দুটি আউটের ভিডিও পোস্ট করেন শ্রীবৎস। লেখেন, এটা একটা কলকাতা ক্লাব ক্রিকেটের সুপার ডিভিশনের ম্যাচ। দুটো বড় টিম মুখোমুখি হয়েছে। আপনারা কি দেখেছেন এই ভিডিওতে কী হচ্ছে? যে ঘটনাটা দেখছেন, সেটা আমার হৃদয় ভেঙে দিচ্ছে। আমি ক্রিকেটকে ভালবাসি। আমি বাংলার হয়ে ক্রিকেট খেলেছি। ক্লাব ক্রিকেট বাংলার ক্রিকেটের আঁতুরঘর। ভিডিওতে যে আউট গুলো দেখছেন তাতে আমার মনে হয় এটাকে বলা হয় ‘গট আপ’।’
যে দু’জন ব্যাটসম্যান আউট হন তাঁরা মহমেডান ক্লাবের। এবং ভিডিও ফুটেজটি সিএবির রেকর্ড করা ম্যাচের অংশ। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও সিএবি সূত্রে খবর, এই ঘটনার অভিযোগের তির সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসের বিরুদ্ধে।
অভিযোগ ছিল, মহামেডানের হয়ে খেলছেন হরষিত সাইনি নামের এক বাঁ হাতি স্পিনার। তিনি ২০২২-২৩ মরশুমে হরিয়ানার হয়ে রনজি খেলেছিলেন। নিয়ম অনুযায়ী, কারেন্ট প্লেয়ার এক বছর বাদ দেওয়ার পর কলকাতা ময়দানে ক্লাব ক্রিকেট খেলতে পারবেন না। কিন্তু সেই নিয়ম নাকি না মেনে তাঁকে নিয়ে এসে খেলাচ্ছিল মহামেডান।
আরও পড়ুন- লোকসভা ভোটে লড়ছেন যুবরাজ সিং! নিজের অবস্থান স্পষ্ট করলেন ছয় ছক্কার মালিক
টাউন ক্লাবের হয়ে একটা সময় খেলতেন স্বামীজি। তিনি ইডেনে ক্যালকাটা ক্লাবের হয়ে সাতটি উইকেট নিয়েছিলেন বলেও শোনা যায়। টাউন ক্লাবের এমনই গৌরবজ্জবল ইতিহাস। তবে সেই ক্লাবকে ঘিরেই এখন যাবতীয় প্রশ্ন।