কিন্তু এর কারণ কী সাময়ীকভাবে বোঝা না গেলেও পরে তা আঁচ করা যায়। আসলে পঞ্জাব কিংসেপ বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। সেই ম্যাচে সেঞ্চুরি করার পর ভিন্ন ধরনের সেলিব্রেশন করেছিলেন অভিষেক। প্যান্টের পকেট থেকে কাগজ বার করে দেখান তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও ৪০ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। সানরাইজার্স তারকা ক্রিজে থাকাকালীন ড্রিঙ্কস ব্রেক হয়। সেই সময় সূর্যকুমার যাদব অভিষেক শর্মার কাছে গিয়ে প্যান্টের পকেটে হাত ঢোকান। প্রাথমিকভাবে চমকে গেলেও পরে বোঝা যায় সূর্য মজার ছলে অভিষেকের পকেটে চেক করছেন আজও কোনও কাগজ আছে কিনা। পরে দুজনেই হেসে ফেলেন।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: ভারতীয় দলের কোন প্লেয়ারকে ‘শারাপোভা’ বলে ডাকেন ধোনি? জানা গেল মজাদার তথ্য
প্রসঙ্গ, ওয়াংখেড়েতে মেগা ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অভিষেক শর্মা। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারেই দলগত ব্যাটিংয়ে ভফর করে জয়ের লক্ষ্যে পৌছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।