চার নম্বর পজিশনে তাঁকে খেলিয়ে সুবিধে করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। টানা ব্য়র্থ হলেও সূর্যের পাশে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যারিবিয়ান সফরের ব্যর্থতা সত্ত্বেও এশিয়া কাপে সুযোগ পেতে অসুবিধে হয়নি তাঁর। তবে সূর্যকুমারকে এই সুযোগ কাজে লাগাতে হবে। এটাই সময় ঘরের মাঠে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করার।
advertisement
২০২৩ সালে ১০টি ওডিআই ম্যাচে সূর্যকুমারের রান সংগ্রহ মোটে ১৪! এমন পারফরম্যান্সের পরও এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনি। ভারতের এশিয়া কাপ টিম নিয়ে স্টার স্পোর্টসের আলোচনায় টম মুডি বলেন, এই দলের মধ্যে সবচেয়ে লাকি ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। আমি জানি ও এমন একজন ক্রিকেটার যার ব্যাটিং দেখতে সবাই ভালোবাসে।
তবে ৫০ ওভারের ফরম্যাটে ওর নিজেকে প্রমাণ করা এখনও বাকি। ২০টির বেশি ম্যাচ খেলে ফেলেছে অথচ রান সংখ্যা খুবই সামান্য। ৫০ ওভারের ফরম্যাট টি ২০ থেকে একেবারেই আলাদা।