ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই ঘটনা দেখে রীতি মতো ক্ষিপ্ত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটারের ইঙ্গিত দিয়ে বলেছেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উচিত ছিল তাদের দুজনকেই আরও কঠোর শাস্তি দেওয়া।
তিনি বলতে চেয়েছেন যে যদি বিসিসিআই তাদেরকে সাসপেন্ড করত তাহলে সবথেকে ভাল হত। বোর্ডের কাছে নিজের রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। যার ফলে দুই তারকাকেই শাস্তি দেয় বোর্ড। দুজনকে শাস্তি হিসাবে তাদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও নবীন-এর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।
সানি মনে করিয়ে দিয়েছেন শ্রীশান্তকে থাপ্পড় মেরে অতীতে সাসপেন্ড হয়েছিলেন হরভজন। এক্ষেত্রে গম্ভীর এবং কোহলির দুজনকেই কয়েকটা ম্যাচ নির্বাসিত করা উচিত ছিল। এমন একটা শাস্তি হলে তবেই তারা ভবিষ্যতে এরকম ঝগড়া করার আগে দুবার ভাববে।