TRENDING:

‘‘লোধার বেশ কিছু সুপারিশ বাড়াবাড়ি ’’: গাভাস্কর

Last Updated:

লোধা কমিশনের বেশ কিছু সুপারিশ বাড়াবাড়ি এবং যার বাস্তবায়ন অসম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: লোধা কমিশনের বেশ কিছু সুপারিশ বাড়াবাড়ি এবং যার বাস্তবায়ন অসম্ভব। কানপুরের মাঠে দাঁড়িয়ে এবার বোর্ডের পক্ষে মাইক ধরলেন সুনীল গাভাস্কর। রবিবার খেলা শেষে গাভাস্কর-কপিলের সঙ্গে টিভিতে ম‍্যাচ নিয়ে আলোচনা করছিলেন সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর। আলোচনায় ঢুকে পড়ে লোধা-বোর্ড সম্পর্কের মত বিতর্কিত বিষয়। ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে এক রাজ‍্য, এক ভোটের মত সুপারিশ মেনে নেওয়া বিসিসিআই-এর পক্ষে কঠিন। সানির মতে, ক্রিকেট প্রশাসনে কুলিং অফের সময়সীমা অনুচিত। ২ দিন আগেই একই মতামত জানিয়েছিলেন রবি শাস্ত্রী। দেশের মাটিতে বোর্ড পরিচালিত ম‍্যাচে সম্প্রচারকারী চ‍্যানেলে লোধা প্রসঙ্গে দুই কিংবদন্তীর এমন মন্তব‍্যে অন‍্য তাৎপর্য খুঁজে পাচ্ছে ক্রিকেটমহল।
advertisement

কপিল দেব আবার প্রশ্ন তোলেন, ‘‘ভারতীয় ক্রিকেটে এত অবদানের পর মুম্বই তিন বছর অন্তর বোর্ড নির্বাচনে ভোট দেবে? আসলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খোলা মনে আইডিয়া দেওয়া উচিত। ধরাবাঁধা ধারণা নিয়ে চললে কঠিন। বোর্ডের সব ক্ষমতা কেড়ে নেওয়াটা বোধহয় ঠিক হবে না। তারা ৬০-৮০ বছর ধরে দেশের ক্রিকেটটা চালাচ্ছে। ‘হায়ার অ্যান্ড ফায়ার’ পদ্ধতি বোধহয় সব জায়গায় চলে না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

‘কুলিং অফ’ পিরিয়ড নিয়ে গাভাস্কর বলেন, ‘‘ভারতীয় দলে বেশির ভাগ সময় দেখেছি ৩-৪জন সিনিয়র থাকেই আর দু-একজন জুনিয়রকে দলে নেওয়া হয়। কোনও কাজ চালিয়ে যেতে গেলে কিছু অভিজ্ঞ লোক লাগেই। তা ছাড়া আমাদের বোর্ডের শীর্ষমহলে তো প্রায়ই রদবদল হয়।’’

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘লোধার বেশ কিছু সুপারিশ বাড়াবাড়ি ’’: গাভাস্কর