এই ছবিতে সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনমকে একেবারে বাঙালিয়ানাতে দেখা যাচ্ছে। সুব্রত ভট্টাচার্যের কন্যা লাল পার দেওয়া হলুদ শাড়ি ও শাঁখা-পলা পরে রয়েছেন। এই ছবিতেই পরিষ্কার যে, বাড়িতে শুভ কিছুর জন্যই পূজা-অর্চনা চলছে। সুনীল যে বাঙালিয়ানাকে নিজের মধ্যে নিয়েছেন তা এই ছবিতেই স্পষ্ট। বাঙালি জামাইয়ের এমন ভূমিকায় অনেকেই বেশ খুশি হয়েছেন।
advertisement
পর পর দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতা জিতেছে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। প্রথমে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও এর পরে সাফ চ্যাম্পিয়নশিপ। তবে এখন ছুটিতেই রয়েছেন সুনীল ছেত্রী। ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী দেশের দায়িত্ব পালন করার পরে এখন নিজের পরিবারের দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন। তিনটি হৃদয়ের চিহ্ন দিয়েছেন তিনি।
অনেকেই বলছেন এই তিনটি হৃদয়ের চিহ্ন সুনীল, সোনম ও তাঁদের পরিবারের নতুন অতিথির। সুনীল কবে অবসর নেবেন পরিষ্কার নয়। পরের বছর ভারতের এশিয়ান কাপ টুর্নামেন্টে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সবাই জানে। তাছাড়া তার আগে এবার শেষ পর্যন্ত যদি ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমসে যায় সেখানে তিনজন সিনিয়র ফুটবলারের মধ্যে সুনীলেরও থাকার কথা।