প্রভাত জয়সূর্য নেন ৫ উইকেট। বাংলাদেশের তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশঙ্কা দুরন্ত সেঞ্চুরি করেন। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ৭৫ বলে মাত্র ৩৫ রান করেন। লিটন দাস ব্যর্থ। দ্বিতীয় টেস্ট ম্য়াচে বাংলাদেশ এক ইনিংস এবং ৭৮ রানে হারল।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪৭ রান করে। ওপেনার শাদমান ইসলাম ৯৩ বলে ৪৬ রান করেন। মুশফিকুর রহিম ৭৫ বলে ৩৫ রান করেন। লিটন দাস ৫৬ বলে ৩৪ রান করেন। মেহেদি হাসান মিরাজ ৩১ রানের ইনিংস খেলেন। জবাবে শ্রীলঙ্কা পাহাড়প্রমাণ রান তোলে। পাথুম নিশঙ্কা ২৫৪ বলে ১৫৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন।
advertisement
আরও পড়ুন- এত সুন্দরী স্পোর্টস অ্যাঙ্কর ক্রিকেট দুনিয়ায় আর কেউ নেই! ছবি দেখলেই বাড়তে পারে হৃদস্পন্দন
দীনেশ চান্ডিমল ১৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। কুশল মেন্ডিস ৮৭ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শ্রীলঙ্কা ৪৫৮ রান করে। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ। মাত্র ৪৪.২ ওভারেই ১৩৩ রানে গুটিয়ে যায় তারা। দলের কোনও ব্যাটারই দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি। সর্বাধিক রান করেন মুশফিকুর রহিম, ২৬।
এই হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন। নাজমুল শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না, এমন কথা শোনা যাচ্ছিল তাঁকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই। আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে হারের পর সেকথাই আনুষ্ঠানিকভাবে জানালেন নাজমুল হোসেন।