TRENDING:

‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’... কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের

Last Updated:

ইনিংসের বিরতিতে উমরান আইপিএলের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলেন৷ তাঁরা প্রশ্ন করেছিলেন কড়কড়ে রোদের নিচে এরকমভাবে বল করতে তাঁর অসুবিধা হয় না?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদ পেসার উরমান মালিক (Umran Malik), এবারের আইপিএলে তাঁকে নিয়ে অবাক হওয়ার শেষ নেই , ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেট ফ্যান সকলেই চমকে যাচ্ছেন কি করে একজন ক্রিকেটার লাগাতার ১৫০ কিলোমিটার গতিতে বল করে যেতে পারেন? আইপিএল ২০২২ এ পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH) ম্যাচে ৪ উইকেট তুলে নিলেন তিনি আর শেষ ওভারে ২টি আউট এবং একটি রান আউট হয় তাঁরই দৌলতে৷
SRH's Umran Malik reveals a trade secret of bowling fast even in excessive heat in IPL 2022- Photo Courtesy-IPL/Twitter
SRH's Umran Malik reveals a trade secret of bowling fast even in excessive heat in IPL 2022- Photo Courtesy-IPL/Twitter
advertisement

তিনি যদি ঠিকঠাকভাবে  না ধরতেন তাহলে শাহরুখ খান ও লিভিংস্টোন তাহলে তারা ১৮০ পার করে দিতেই পারত৷ তারপরেই এক স্বপ্নের স্পেলে পুরো পঞ্জাব কিংসের প্ল্যানিংয়ে জল ঢেলে দিল৷ প্রথমে তিনি ওডেন স্মিথকে তুলে নেন৷ এরপর রাহুল চাহার, বৈভব অরোরাকে৷   চাহার ও  অরোরার উইকেট পরপর দুবলে নিয়ে নেন৷ একটা বল ছিল এক ওভারের শেষ বল অন্যটি ছিল তাঁর পরের ওভারের প্রথম বল৷ তারপরে তিনি হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন৷ অর্শদীপ সিং তাঁকে কোনওরকমে ঠেকিয়ে দেন৷ এটা করতে পারলে আইপিএলের ইতিহাসে তিনি প্রথম বোলার হতেন যিনি পরপর চারটি উইকেট নিতেন৷

advertisement

ইনিংসের বিরতিতে উমরান আইপিএলের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলেন৷ তাঁরা প্রশ্ন করেছিলেন কড়কড়ে রোদের নিচে এরকমভাবে বল করতে তাঁর অসুবিধা হয় না? মুম্বইতে রবিবার অত্যন্ত গরম ছিল৷ কিন্তু উমরানের বল করতে কোনও অসুবিধা হচ্ছিল না৷ ওই অবস্থাতেও একই দাপটের সঙ্গে বল করে যাচ্ছিলেন তিনি৷

advertisement

এর উত্তরে সহজ সরল উত্তর দেন উমরান মালিক তিনি বলেন, ‘‘স্যার আমি জম্মুর বাসিন্দা৷ সেখানে গরমে ৪৬-৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়৷ আমি সেই তাপমাত্রায় অনুশীলন করতাম৷ আমি গরমে বল করতে উপভোগ করি৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন টিকিটের চিন্তা দূর! সস্তায় কলকাতা থেকে এক বাসে ভুটান, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

এছাড়াও উমরান মালিক বলেন তিনি সাধারণ জিনিসে নজর রেখেছেন উইকেট টু উইকেট বল করবেন৷ তবে তাঁর গতিই তাঁর বলকে আলাদা মাত্রা দেয়৷ উদাহরণ হিসেবে জিতেশ শর্মা চেষ্টা করেন উমরানের থেকে শর্ট বল আদায় করতে৷ তিনি লেট হয়ে যান এবং নিজের উইকেট খুইয়ে বসেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’... কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল