TRENDING:

‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’... কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের

Last Updated:

ইনিংসের বিরতিতে উমরান আইপিএলের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলেন৷ তাঁরা প্রশ্ন করেছিলেন কড়কড়ে রোদের নিচে এরকমভাবে বল করতে তাঁর অসুবিধা হয় না?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদ পেসার উরমান মালিক (Umran Malik), এবারের আইপিএলে তাঁকে নিয়ে অবাক হওয়ার শেষ নেই , ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেট ফ্যান সকলেই চমকে যাচ্ছেন কি করে একজন ক্রিকেটার লাগাতার ১৫০ কিলোমিটার গতিতে বল করে যেতে পারেন? আইপিএল ২০২২ এ পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH) ম্যাচে ৪ উইকেট তুলে নিলেন তিনি আর শেষ ওভারে ২টি আউট এবং একটি রান আউট হয় তাঁরই দৌলতে৷
SRH's Umran Malik reveals a trade secret of bowling fast even in excessive heat in IPL 2022- Photo Courtesy-IPL/Twitter
SRH's Umran Malik reveals a trade secret of bowling fast even in excessive heat in IPL 2022- Photo Courtesy-IPL/Twitter
advertisement

তিনি যদি ঠিকঠাকভাবে  না ধরতেন তাহলে শাহরুখ খান ও লিভিংস্টোন তাহলে তারা ১৮০ পার করে দিতেই পারত৷ তারপরেই এক স্বপ্নের স্পেলে পুরো পঞ্জাব কিংসের প্ল্যানিংয়ে জল ঢেলে দিল৷ প্রথমে তিনি ওডেন স্মিথকে তুলে নেন৷ এরপর রাহুল চাহার, বৈভব অরোরাকে৷   চাহার ও  অরোরার উইকেট পরপর দুবলে নিয়ে নেন৷ একটা বল ছিল এক ওভারের শেষ বল অন্যটি ছিল তাঁর পরের ওভারের প্রথম বল৷ তারপরে তিনি হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন৷ অর্শদীপ সিং তাঁকে কোনওরকমে ঠেকিয়ে দেন৷ এটা করতে পারলে আইপিএলের ইতিহাসে তিনি প্রথম বোলার হতেন যিনি পরপর চারটি উইকেট নিতেন৷

advertisement

ইনিংসের বিরতিতে উমরান আইপিএলের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলেন৷ তাঁরা প্রশ্ন করেছিলেন কড়কড়ে রোদের নিচে এরকমভাবে বল করতে তাঁর অসুবিধা হয় না? মুম্বইতে রবিবার অত্যন্ত গরম ছিল৷ কিন্তু উমরানের বল করতে কোনও অসুবিধা হচ্ছিল না৷ ওই অবস্থাতেও একই দাপটের সঙ্গে বল করে যাচ্ছিলেন তিনি৷

advertisement

এর উত্তরে সহজ সরল উত্তর দেন উমরান মালিক তিনি বলেন, ‘‘স্যার আমি জম্মুর বাসিন্দা৷ সেখানে গরমে ৪৬-৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়৷ আমি সেই তাপমাত্রায় অনুশীলন করতাম৷ আমি গরমে বল করতে উপভোগ করি৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এছাড়াও উমরান মালিক বলেন তিনি সাধারণ জিনিসে নজর রেখেছেন উইকেট টু উইকেট বল করবেন৷ তবে তাঁর গতিই তাঁর বলকে আলাদা মাত্রা দেয়৷ উদাহরণ হিসেবে জিতেশ শর্মা চেষ্টা করেন উমরানের থেকে শর্ট বল আদায় করতে৷ তিনি লেট হয়ে যান এবং নিজের উইকেট খুইয়ে বসেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’... কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল