আরও পড়ুন - ডুরান্ড ফাইনালে বাজিমাত বেঙ্গালুরুর, মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন সুনীলরা
আসন্ন অস্ট্রেলিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপে এই তিনজন বোলার শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের ত্রাস হয়ে উঠতে পারে। অ্যাডিলেড, পার্থ, মেলবোর্নের সবুজ মসৃণ পিচে তাদের বল, মেশিন গানের গুলির থেকে কম কিছু নয়। পাকিস্তানের সবথেকে বড় শক্তি হয়ে উঠতে পারে এই ত্রয়ী এবং এদের হাত ধরেই বিশ্বকাপের চূড়ান্ত সাফল্য পেতে পারে পাকিস্তান।
advertisement
২৮ বছর বয়সী হারিস রাউফ ৩৯ টি টি টোয়েন্টি ম্যাচে ৫০ উইকেটের অধিকারী। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান হেরে গেলেও তিনটি উইকেট শিকার করেছেন তিনি। শুধু তাই না তিনি পাকিস্তানের চতুর্থ দ্রুততম ৫০ উইকেট শিকারি টি টোয়েন্টিতে। শাহিন আফ্রিদি শেষ দু বছর ধরে বিশ্বের নজর কেড়ে রেখেছেন। কিন্তু চোটের জন্য এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারেননি তিনি।
এশিয়া কাপের আগে প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক সলমন বাট বলেছেন, শাহিন শাহ আফ্রিদি চোটের জন্য এশিয়া কাপ না খেললেও টি টোয়েন্টি বিশ্বকাপে তার চূড়ান্ত ফর্মে থাকবেন। তার পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। টি টোয়েন্টিতে ৪০ ম্যাচে ৪৭ উইকেট তার এবং টেস্টে বর্তমানে ৯৯ উইকেটে দাড়িয়ে আছেন তিনি।
এশিয়া কাপে নাসিম শাহ, রউফের সাথে মিলে ক্রিজে আগুন জ্বালিয়েছেন। এশিয়া কাপ ফাইনালে দুজনে গড়ে ১৪৫ কিমি বেগে বল করে গেছেন একের পর এক, মোকাবিলা করতে কালঘাম ছুটে গেছিল ব্যাটসম্যানদের। বিশ্বকাপের জন্য রাহুল দ্রাবিড় তার রণনীতি সাজাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মার সাথে।
ভাল ওপেনিংয়ের অভাব বোধ করেছে ভারত এশিয়া কাপে, যার জন্য বিদায় নিতে হয়েছিল তাদের। দ্রাবিড় সমস্ত প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচে সুযোগ দিয়ে তাদের আরো ক্ষমতা বিচার করে দেখেছেন বিশ্বকাপের আগের বেশ কিছু টুর্নামেন্টে।
বিশেষ করে তার অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাথে ঘরের মাঠে সিরিজেই ব্যাটসম্যানদের দেখে নেবেন ভারতীয় কোচ। পাকিস্তানের ফাস্ট বোলিং মোকাবিলা করার জন্য বিশেষ থ্রো ডাউন অনুশীলন করছে ভারত।