TRENDING:

পেস নয়, যেন মেশিনগানের গুলি! পাকিস্তানের জোরে বোলারদের নিয়ে বিশেষ ছক ভারতের

Last Updated:

Special preparation by Indian team for facing Pakistan fast bowlers at T20 World Cup. পেস নয়, যেন মেশিনগানের গুলি! পাকিস্তানের জোরে বোলারদের নিয়ে বিশেষ ছক ভারতের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: পাকিস্তানি ক্রিকেটের সফল এবং অসফল উভয় সময়েই দেখা গেছে বিশ্ব মানের পেস বোলার তৈরি করতে। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, আসিফ থেকে বর্তমানে তাদের ঝুলিতে আছে শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ। তিনজনেরই বোলিং পেস এবং লেংথ বিশ্ব মানের। এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ ইত্যাদি টুর্নামেন্টে ইতিমধ্যেই তারা তাদের মান প্রমাণ করে দিয়েছেন।
শাহিন, নাসিমদের গতি ভারতের বড় চ্যালেঞ্জ
শাহিন, নাসিমদের গতি ভারতের বড় চ্যালেঞ্জ
advertisement

আরও পড়ুন - ডুরান্ড ফাইনালে বাজিমাত বেঙ্গালুরুর, মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন সুনীলরা

আসন্ন অস্ট্রেলিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপে এই তিনজন বোলার শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের ত্রাস হয়ে উঠতে পারে। অ্যাডিলেড, পার্থ, মেলবোর্নের সবুজ মসৃণ পিচে তাদের বল, মেশিন গানের গুলির থেকে কম কিছু নয়। পাকিস্তানের সবথেকে বড় শক্তি হয়ে উঠতে পারে এই ত্রয়ী এবং এদের হাত ধরেই বিশ্বকাপের চূড়ান্ত সাফল্য পেতে পারে পাকিস্তান।

advertisement

২৮ বছর বয়সী হারিস রাউফ ৩৯ টি টি টোয়েন্টি ম্যাচে ৫০ উইকেটের অধিকারী। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান হেরে গেলেও তিনটি উইকেট শিকার করেছেন তিনি। শুধু তাই না তিনি পাকিস্তানের চতুর্থ দ্রুততম ৫০ উইকেট শিকারি টি টোয়েন্টিতে। শাহিন আফ্রিদি শেষ দু বছর ধরে বিশ্বের নজর কেড়ে রেখেছেন। কিন্তু চোটের জন্য এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারেননি তিনি।

advertisement

এশিয়া কাপের আগে প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক সলমন বাট বলেছেন, শাহিন শাহ আফ্রিদি চোটের জন্য এশিয়া কাপ না খেললেও টি টোয়েন্টি বিশ্বকাপে তার চূড়ান্ত ফর্মে থাকবেন। তার পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। টি টোয়েন্টিতে ৪০ ম্যাচে ৪৭ উইকেট তার এবং টেস্টে বর্তমানে ৯৯ উইকেটে দাড়িয়ে আছেন তিনি।

এশিয়া কাপে নাসিম শাহ, রউফের সাথে মিলে ক্রিজে আগুন জ্বালিয়েছেন। এশিয়া কাপ ফাইনালে দুজনে গড়ে ১৪৫ কিমি বেগে বল করে গেছেন একের পর এক, মোকাবিলা করতে কালঘাম ছুটে গেছিল ব্যাটসম্যানদের। বিশ্বকাপের জন্য রাহুল দ্রাবিড় তার রণনীতি সাজাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মার সাথে।

advertisement

ভাল ওপেনিংয়ের অভাব বোধ করেছে ভারত এশিয়া কাপে, যার জন্য বিদায় নিতে হয়েছিল তাদের। দ্রাবিড় সমস্ত প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচে সুযোগ দিয়ে তাদের আরো ক্ষমতা বিচার করে দেখেছেন বিশ্বকাপের আগের বেশ কিছু টুর্নামেন্টে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

বিশেষ করে তার অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাথে ঘরের মাঠে সিরিজেই ব্যাটসম্যানদের দেখে নেবেন ভারতীয় কোচ। পাকিস্তানের ফাস্ট বোলিং মোকাবিলা করার জন্য বিশেষ থ্রো ডাউন অনুশীলন করছে ভারত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
পেস নয়, যেন মেশিনগানের গুলি! পাকিস্তানের জোরে বোলারদের নিয়ে বিশেষ ছক ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল