অনুর্ধ্ব-২০ কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে রয়েছে কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। তবে ব্রাজিল জয় দিযে প্রতিযোগিতা শুরু করলেও প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে সাম্বা ব্রিগেড। অপরদিকে, প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারতে হয় নীল-সাদা ব্রিগেডকে। ফলে এই ম্যাচে জয় দরকার ছিল আর্জেন্টিনার।
advertisement
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে ৮ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার গিয়ের্মে বিরো। ২৭ মিনিটে সমতায় ফেরার জন্য পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু সেই সুযোগ লাগাতে পারেননি জিনো ইনফান্তি। ৩৬ মিনিটে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন আন্দ্রে স্যান্টোস। ৮৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। ভিটর রকি গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচ শেষের আগে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন ম্যাক্সিমিলিয়ানো গঞ্জালেজ। ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।
আরও পড়ুনঃ দলে থেকে গেলেন এমবাপে-নেইমার, পিএসজি থেকে 'বাদ' পড়লেন মেসি!
এই জয়ের ফলে ২ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলে ২টি ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে প্যারাগুয়ে। ২ ম্যাচে একটি জয় ও একটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। ২ ম্যাচে ২টি হার ০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্জেন্টিনা। ৩ ম্যাচে সবকটি হেরে গ্রুপ টেবিলের শেষে পেরু।