TRENDING:

SA vs Ned: ইতিহাস কমলা ব্রিগেডের, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় নেদারল্যান্ডসের

Last Updated:

ICC World Cup 2023- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় নেদারল্যান্ডসের৷ এ এক নতুন ইতিহাসের ভোর৷ ৩৮ রানে জিতল নেদারল্যান্ডস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধরমশালা: ইংল্যান্ডকে হারিয়ে দিন কয়েক আগেই আফগানিস্তান নতুন ইতিহাস লিখেছিল, এবার নিজেদের ক্রিকেট নতুন অধ্যায় তৈরি করে নিল নেদারল্যান্ডস৷ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ডাচরা৷
৩৮ রানে জিতল নেদারল্যান্ডস- Photo- AP
৩৮ রানে জিতল নেদারল্যান্ডস- Photo- AP
advertisement

দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস লড়াইতে এটাই নিজেদের প্রথম জয় ডাচ বাহিনীর৷ এই ম্যাচের আগে ৭ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল৷ তার মধ্যে ৬ বার জিতেছিল প্রোটিয়াস৷ এই বছর এপ্রিল মাসেও তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৪৬ রানে জিতেছিল৷ তবে এদিন তারা হেরে গেল৷ কমলা ব্রিগেড জিতল ৩৮ রানে৷

মঙ্গলবার ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন খেলা হয় ৪৩ ওভার করে৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা৷ শুরুর দিকে অবশ্য নেদারল্যান্ডের ব্যাটসম্যান আয়ারাম -গয়ারামই ছিলেন৷ রাবাদা-জেনসেনের তুখোড় বোলিংয়ের সামনে খাপ খুলতে পারছিলেন না ডাচ ক্রিকেটাররা৷ তবে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের এদিন যেন অন্য ভাবনা ছিল৷ ৬৯ বলে ৭৮ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ১০ টি চার ও ১ টি ছয় দিয়ে৷

advertisement

আরও পড়ুন –  Cyclonic Circulation Update: হঠাৎ করেই আবহাওয়ার ভোলবদল, মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, বড় আপডেট

মূলত তাঁর ব্যাটে ভর দিয়েই এদিন ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে৷ এদিকে রান তাড়া করতে নেমে কুইন্টন ডি কক এবং তেম্বা বাভুমা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান৷ ৩৯ রানের মধ্যে ২ উইকেট খোয়ায়। কিন্তু তখনও কেউই ভাবেননি যে দক্ষিণ আফ্রিকা হেরে যেতে পারে৷ ৪২.৫ ওভারে ২০৭ রানে প্যাকআপ হয়ে যায় প্রোটিয়া ইনিংস৷

advertisement

হেনরিক ক্লাসেনকে আউট করে দেন লোগান ভ্যান বিক ৷ ১৯ তম ওভারে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিতে শুরু করে নেদারল্যান্ডস৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে তাঁরা৷ একমাত্র কেশব মহারাজের ৩৭ বলে ৪০ ছাড়া বাকি সবাই ফেলুরাম!

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় নেদারল্যান্ডসের৷ এ এক নতুন ইতিহাসের ভোর৷ ৩৮ রানে জিতল নেদারল্যান্ডস৷ এদিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
SA vs Ned: ইতিহাস কমলা ব্রিগেডের, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় নেদারল্যান্ডসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল