TRENDING:

খেপের প্লেয়ারের মতো অবস্থা! ৫৫-তে শেষ দক্ষিণ আফ্রিকা, সিরাজের রাজত্ব কেপটাউনে

Last Updated:

South Africa 55: যা কোনওদিন করতে পারেনি ভারত, ২ দিনের মধ্যে করে ফেলতে পারে সেই রেকর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেপটাউন: ৯ ওভার বোলিং করলেন তিনি। হাঁটু কাঁপিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। মহম্মদ সিরাজের রাজ কেপটাউনে।
advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে সিরাজের রাজত্ব।  বুধবার ওপেনিং সেশনে মাত্র ৩৪ রানে প্যাভিলিয়নে ফিরে যায় দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল।

২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পুরো প্রোটিয়া দল। কেপটাউনে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতার দিকে পা বাড়াল ভারত। বড় সুযোগ এবার টিম ইন্ডিয়ার সামনে।

advertisement

আরও পড়ুন- Team India: ২০২৪ সালে কাটবে খরা! মোট ৩টি বিশ্বকাপ জিততে পারে টিম ইন্ডিয়া

কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে (এনসিজি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তবে এই সিদ্ধান্ত তাঁর দলের জন্য সঠিক বলে প্রমাণিত হয়নি।

মাত্র ৪৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সিরাজ ৬টি উইকেট নেন। জসপ্রিত বুমরাহ এবং মুকেশ কুমার ২টি করে উইকেট নেন।

advertisement

মহম্মদ সিরাজ ৯ ওভারে ৬টি উইকেট নেন। ইনিংসের দ্বিতীয় ওভারে সিরাজের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। ওই ওভারে তিনি দেন মাত্র ১ রান।

এর পর নিজের পরের (চতুর্থ) ওভারে সবাইকে চমকে দেন তিনি। যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দেন এইডেন মার্করাম (২)। এর পর নিজের তৃতীয় ওভারে সিরাজ অধিনায়ক এলগারকে (৪) বোল্ড করেন। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ২ উইকেটে ৯ রান।

advertisement

ইনিংসের দশম ওভারে টনি ডি জর্জিকে (২) আউট করেন সিরাজ। এর পর নিজের ৮ম (১৬তম) ওভারে নেন ২ উইকেট। দ্বিতীয় বলে ডেভিড বেডিংহাম (১২) যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দেন। এর পর ৫ম বলে মার্কা ইয়ানসেনকে (০) প্যাভিলিয়নে পাঠান তিনি।

আরও পড়ুন- রিঙ্কু সিংয়ের মাইনে এত কম! কেকেআরে কতজনের বেতন কোটি টাকা? দেখুন

advertisement

সিরাজ তাঁর নবম ওভারে কাইল ওয়ারেনকে (১৫) আউট করেন। ১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৪৫ রান ছিল।

এরপর মুকেশ কুমার তাঁর প্রথম (২০তম) ওভারে কেশব মহারাজকে (৩) আউট করেন। প্রোটিয়াদের স্কোর তখন ৮ উইকেটে ৪৬ রান। এর পর বুমরাহের বলে নান্দ্রে বার্গার (৪) জয়সওয়ালের হাতে ধরা পড়েন। ২৩ ওভারে ৯ উইকেট ৫৫ রানে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।

এর পর মুকেশ কুমার তাঁর তৃতীয় (২৪তম) ওভারে কাগিসো রাবাদাকে (৫) আউট করেন। শুধুমাত্র কাইল ওয়ারেন (১৫) এবং ডেভিড বেডিংহাম (১২) দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন এদিন।

বাংলা খবর/ খবর/খেলা/
খেপের প্লেয়ারের মতো অবস্থা! ৫৫-তে শেষ দক্ষিণ আফ্রিকা, সিরাজের রাজত্ব কেপটাউনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল