যদি মহারাজের কথা মিলে যায় তাহলে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশাল খবর। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি প্রকাশের পর থেকেই গ্রুপ পর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমের ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই ম্যাচ নিয়ে আলোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
advertisement
২০০৩ সালে দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়কের আশা, এ বারের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান উভয় দলই সেমিফাইনাল খেলবে। তাঁর ভবিষ্যদ্বাণীকে সত্যি করে যদি এই দুই দলের মধ্যে যদি সেমিফাইনালে ওঠে, তাহলে এই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের চাপানোতর শেষ হয়নি।
পাকিস্তান তাদের কিছু ম্যাচ নির্দিষ্ট ভেনুতে খেলতে চায় না। অন্যদিকে, সেমিফাইনালে পৌঁছলে এবং ভারতের সঙ্গে ম্যাচ হলে মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় চলে যাবে ম্যাচ। সৌরভ জানিয়ে দিয়েছেন যতই বিশ্বকাপে পরিসংখ্যানের দিক থেকে ভারত এগিয়ে থাক, পাকিস্তানকে কখনই হালকা করে নেওয়া যায় না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা একবার ভারতকে হারালেও একদিনের বিশ্বকাপে এখনও পারেনি। কিন্তু বাবর, রিজওয়ান, ফখর জামান, হারিস রউফ, শাহিনদের কোয়ালিটি আছে যে কোনও ম্যাচের রং বদলে দেওয়ার। তাই সৌরভের আশা ভারত পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ইডেনে।