ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে বিরাট কোহলিদের মতো এবার নিজের ব্র্যান্ড নিয়ে আসছেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন। সব ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর কলকাতার বুকে রাম্প ওয়াকে প্রথমবার হাঁটবেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গী হবেন বলিউডের বেশ কয়েকজন নায়িকা।
নিজের ব্র্যান্ড লঞ্চ করবেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের ব্র্যান্ডিং-এর মাধ্যমে বাজারে নিয়ে আসছে জামা, প্যান্ট, টি-শার্ট পাঞ্জাবি-সহ নানান পোশাক। শুধুমাত্র ছেলেদের জন্য থাকবে সৌরভের ব্র্যান্ডের পোশাক। ইতিমধ্যেই সৌরভের এই চমকের নাম ঠিক হয়ে গেছে বলে খবর।
advertisement
আরও পড়ুন- যে কাজটা করেছিলেন সুশান্ত-ধোনি, সেটাই এবার করবেন সৌরভ-রাজকুমার! সিনেমা নিয়ে বড় আপডেট
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সৌরভের নামের সঙ্গে মিলিয়েই নতুন ব্র্যান্ডিংয়ের নামকরণ করা হচ্ছে। ক্লথ অ্যাথনিক সামগ্রী বিক্রি হবে এখানে। এই খবর পড়া পর্যন্ত সৌরভ ভক্তরা নিশ্চয়ই ভাবছেন, পুজোয় তা হলে প্রিয় দাদার ব্র্যান্ডের জামাকাপড় কিনতেই হবে। কিন্তু পাবেন কোথায়? সৌরভের এই ব্র্যান্ড অনলাইনে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।
ইতিমধ্যেই ৪৪ টি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন মহারাজ। ক্রিকেট ছাড়ার এত বছর পরও সৌরভের জনপ্রিয়তা এতটুকু কমেনি। উল্টে বাংলার মহারাজ নিজেকে বিভিন্ন জায়গায় প্রমাণ করেছেন। সিএবি, বিসিসিআই সভাপতি থেকে আইপিএলে মেন্টর। সব জায়গাতেই সফল দাদা।