পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমি কখনও ভারতীয় ক্রিকেট নিয়ে চিন্তিত ছিলাম না। এই দেশে প্রতিভার অভাব নেই। ঘরোয়া ক্রিকেটের ভিত এতটাই শক্তিশালী যে নতুন প্রজন্ম দ্রুত উঠে আসছে। আগামী দিনেও ভারতীয় ক্রিকেটের সাপলাই লাইনে কোনও সমস্যা হবে না।” সৌরভ আরও জানান, ভারতের ঘরোয়া ক্রিকেট, লিগ এবং প্রশিক্ষণ ব্যবস্থার কারণেই আজ এত প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে। “৪-৫ জন খেলোয়াড় এখনও তৈরি, সুযোগ পেলে ওরাও রান করবে,” বলেন তিনি।
advertisement
বিশেষভাবে প্রশংসা করেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের। সৌরভ বলেন, “আমি যশস্বীর পারফরম্যান্সে অবাক হইনি। ওকে আমি বিভিন্ন কন্ডিশনে খেলতে দেখেছি। ওর প্রতিভা দুর্দান্ত, ওর সব ফরম্যাটে খেলা উচিত।” তবে সবচেয়ে বেশি আলোচনায় শুভমান গিল। কোহলির জায়গায় চার নম্বরে ব্যাট করতে নেমে গিল পরিণত ব্যাটিং করেন। সৌরভ বলেন, “বিরাটের বিকল্প পাওয়া সহজ নয়। ও একজন ক্লাস প্লেয়ার। কিন্তু শুভমানের ব্যাটিং দেখে আমি মুগ্ধ। ওর উন্নতি চোখে পড়ার মতো। বিদেশের মাটিতে ওর খেলা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ইঙ্গিত দেয়।”
আরও পড়ুনঃ IND vs ENG: লিডসে দ্বিতীয় দিনে বড় ঘটনা! ভেঙে গেল সচিন তেন্ডুলকরের রেকর্ড, জেনে নিন বিস্তারিত
একইসঙ্গে বদলে যাওয়া ঋষভ পন্থের ব্যাটিং মুগ্ধ করেছে সৌরভকে। তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় ওর ব্যাটিং আমি পছন্দ করিনি। অনেক বেশি শট খেলছিল। কিন্তু এবার ও নিজের খেলায় নিয়ন্ত্রণে এনেছে, বুঝে খেলছে। টেস্টে ও দুর্দান্ত এবং ভবিষ্যতে তিন ফরম্যাটেই খেলবে।” নতুন প্রজন্মের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কোথায় পৌঁছায়, সেটাই এখন দেখার। তবে সৌরভের মতো অভিজ্ঞ একজন ক্রিকেট ব্যক্তিত্ব যখন বলছেন ‘আমি চিন্তিত নই’, তখন ক্রিকেটপ্রেমীরাও কিছুটা নিশ্চিন্ত হতেই পারেন।