দাদাগিরির মঞ্চে বরাবর সৌরভকে অন্য রূপে পাওয়া যায়। তিনি যেন সেখানে অন্য এক মানুষ। সব সময় হাসিখুশি, প্রতিটি প্রতিযোগীর সঙ্গে খুনসুঁটিতে ব্যস্ত। তাঁর ভিতরে যে এত ভাল একজন সঞ্চালক লুকিয়ে রয়েছে তা দাদাগিরি অনুষ্ঠানটি শুরু না হলে জানাই যেত না।
কখনও তিনি স্ত্রী ডোনাকে নিয়ে মশকরা করছেন, কখনও নিজের ক্রিকেট জীবনের মজার মজার ঘটনা তুলে ধরছেন। সৌরভের সঞ্চালনায় মুগ্ধ দর্শকরা। আর দাদা নিজেও যে এই মঞ্চটাকে ভীষণ উপভোগ করেন। তিনি মজা করার কোনও সুযোগ ছাড়েন না।
advertisement
আরও পড়ুন- রোহিত-গিল-কোহলির দুরন্ত ব্যাটিং, নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় স্কোরের পথে ভারত
সৌরভ গঙ্গোপাধ্যায় ঘটি না বাঙাল! এই প্রশ্ন অনেক বাঙালির মনেই এসেছে নিশ্চয়ই। এই একটি ভিডিও দাদার সম্পর্কে অনেক কিছু বলে যেতে পারত। তবে দাদা নেহাত মজা করলেন বলে!
আরও পড়ুন- ছক্কা মারায় আরও এক রেকর্ড রোহিত শর্মার, ডাচদের বোলিং নিয়ে ছেলেখেলা হিটম্যানের
বাংলাদেশী অভিনেত্রী ইধিকার সঙ্গে দাদার মজার কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সৌরভের মুখে শোনা গেল বাঙাল ভাষা। যা শুনে দর্শক ও প্রতিযোগীরা হাসতে হাসতে খুন! সৌরভ যে এমন ভাল বাঙাল ভাষাও বলতে পারেন, তা না শুনলে অনেকেই বিশ্বাস করবেন না। তবে পুরোটাই মজার ছলে করা।