TRENDING:

সৌরভ গঙ্গোপাধ্যায় ঘটি নাকি বাঙাল? এই ভিডিও প্রমাণ! দাদার মুখের ভাষা অবাক করবে

Last Updated:

Sourav Ganguly: সৌরভের মুখে স্পষ্ট বাঙাল ভাষা! দাদা কি বাঙাল নাকি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন হল। তার পরও সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু বসে নেই। তিনি যেন সেকেন্ড ইনিংস শুরু করেছেন। প্রশাসক সৌরভ এরই মধ্যে ১০-এ ১০ পেয়েছেন। আর সঞ্চালক সৌরভকেও দর্শকরা পারলে ১০-এর মধ্যে ১১ দিয়ে দেন।
advertisement

দাদাগিরির মঞ্চে বরাবর সৌরভকে অন্য রূপে পাওয়া যায়। তিনি যেন সেখানে অন্য এক মানুষ। সব সময় হাসিখুশি, প্রতিটি প্রতিযোগীর সঙ্গে খুনসুঁটিতে ব্যস্ত। তাঁর ভিতরে যে এত ভাল একজন সঞ্চালক লুকিয়ে রয়েছে তা দাদাগিরি অনুষ্ঠানটি শুরু না হলে জানাই যেত না।

কখনও তিনি স্ত্রী ডোনাকে নিয়ে মশকরা করছেন, কখনও নিজের ক্রিকেট জীবনের মজার মজার ঘটনা তুলে ধরছেন। সৌরভের সঞ্চালনায় মুগ্ধ দর্শকরা। আর দাদা নিজেও যে এই মঞ্চটাকে ভীষণ উপভোগ করেন। তিনি মজা করার কোনও সুযোগ ছাড়েন না।

advertisement

আরও পড়ুন- রোহিত-গিল-কোহলির দুরন্ত ব্যাটিং, নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় স্কোরের পথে ভারত

সৌরভ গঙ্গোপাধ্যায় ঘটি না বাঙাল! এই প্রশ্ন অনেক বাঙালির মনেই এসেছে নিশ্চয়ই। এই একটি ভিডিও দাদার সম্পর্কে অনেক কিছু বলে যেতে পারত। তবে দাদা নেহাত মজা করলেন বলে!

advertisement

আরও পড়ুন- ছক্কা মারায় আরও এক রেকর্ড রোহিত শর্মার, ডাচদের বোলিং নিয়ে ছেলেখেলা হিটম্যানের

বাংলাদেশী অভিনেত্রী ইধিকার সঙ্গে দাদার মজার কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সৌরভের মুখে শোনা গেল বাঙাল ভাষা। যা শুনে দর্শক ও প্রতিযোগীরা হাসতে হাসতে খুন! সৌরভ যে এমন ভাল বাঙাল ভাষাও বলতে পারেন, তা না শুনলে অনেকেই বিশ্বাস করবেন না। তবে পুরোটাই মজার ছলে করা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভ গঙ্গোপাধ্যায় ঘটি নাকি বাঙাল? এই ভিডিও প্রমাণ! দাদার মুখের ভাষা অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল