এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য সিএবি কর্তারা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। এছাড়া জাতীয় দলে খেলা বাংলার একাধিক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাদের মধ্যে অন্যতম হল প্রণব রায়, উৎপল চট্টোপাধ্যায়, শরদিন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
advertisement
অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেটের আরও উন্নতির বিষয়ে আশাবাদী। তিনি বলেন,”অন্য়ান্য রাজ্যে আগেই শুরু হয়েছে এই ধরনের প্রতিযোগিতা। বাংলায় একটু দেরিতে শুরু হচ্ছে। এই প্রতিযোগিতা বাংলার ক্রিকেটের ছবিটা অনেকটা বদলে দেবে। পশ্চিমবঙ্গের অনেক প্রতিভাবান ক্রিকেটার নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে। এখান থেকে অনেকের আইপিএলের দরজাও খুলে যাবে।”
আরও পড়ুনঃ T20 World Cup 2024: কেন টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ রিঙ্কু সিং? অবশেষে হল রহস্য ফাঁস
প্রসঙ্গত, আগামী ১১ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে বেঙ্গল প্রো টি-২০ লিগ। এই প্রতিযোগিতা পুরুষ ও মহিলা উভয় বিভাগেই হবে। মোট ৮টি করে দল অংশ নেবে প্রতিযোগিতায়। বাংলার বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা মুখিয়ে রয়েছেন নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য।