খেলার জগতের ব্যক্তিত্বদের রাজনীতি আসার মধ্যে কোনও ছুৎমার্গ দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্টে মানুষের কাজ করার জন্য স্বাগত জানিয়ছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,”ক্রিকেট ব্যক্তিত্বরা রাজনীতিতে আসতেই পারেন। আশা সব সময় ভালো। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। মানুষের জন্য কাজ করার সুযোগ থাকে। মানুষের জন্য কাজ করবে। ইউসুফ পাঠান কলকাতা খেলেছে। দীর্ঘ দিন কেকেআরের হয়ে খেলেছে। এবার বহরমপুর থেকে দাঁড়াচ্ছে অধীরদার বিরুদ্ধে। অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠানের লড়াই অনেকটা ইউসুফকে ব্রেট লির সামনে ব্যাট করার মত।”
advertisement
আরও পড়ুনঃ IPL 2024: সবথেকে বেশিবার আইপিএল জিতেছে কোন ক্রিকেটার? যাদের কথা ভাবছেন তারা নয়
প্রসঙ্গত, ১৯৯৯ সাল বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। পাঁচবারের সাংসদ তিনি। বহরমপুরকে অধীর চৌধুরীর গড় বলা হয়ে থাকে। এতদিন নানা চেষ্টা করেও অধীর চৌধুরীকে হারানো যায়নি বহরমপুর আসন থেকে। এবার বিগ হিটার ইউসুফ পাঠান রাজনীতির ময়দানে বড় ছক্কা হাঁকাতে পারেন কিনা সেটাই দেখার। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।