বরাবর দূরদৃষ্টি রেখে চলেন মহারাজ। তাঁর সেই দূরদৃষ্টির সুফল ভোগ করছে ভারতীয় ক্রিকেট। তবে অনেক সময় অনেকেই সৌরভের অবদান সম্পর্কে ভুলে যান। তখন দাদা স্রেফ মনে করিয়ে দেন।
advertisement
তিন বছর আগে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক করার কঠিন সিদ্ধান্ত নেন সৌরভ। সেই সময় অনেকেই তাঁর সমালোচনা করেছিলেন। এতদিনে দাদা সেই সমালোচনার জবাব দিলেন।
বিসিসিআই-এর তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সেই সময় মন কষাকষির কথাও সবাই জেনে গিয়েছিল। তবে দাদা নিজের সিদ্ধান্ত থেকে সরেননি।
সেই সময় রোহিত একেবারেই অধিনায়ক হওয়ার জন্য রাজি হননি। হিটম্যান বলেছিলেন, তিন ফরম্যাটে ক্যাপ্টেন বলে তাঁর ফর্মে প্রভাব পড়বে। তবে শেষমেষ দাদা তাঁকে রাজি করান।
২০২১ সালে সৌরভের সেই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ভালভাবে নেননি। বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে সৌরভের মন কষাকষি নিয়ে জল অনেক দূর গড়িয়েছিল। অনেকেই সৌরভকে ভিলেন হিসেবে দেখতে শুরু করেন।
২০২৪ সালের জুন মাসে এসে আবার সবাই বুঝতে পারেন, সৌরভ সেই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতল।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সমালোচকদের জবাব দিয়ে বললেন, রোহিতকে যখন ক্যাপ্টেন করেছিলাম, তখন আমাকে প্রচুর সমালোচনা হজম করতে হয়। তবে এখন রোহিতের ক্যাপ্টেন্সিতে দল ট্রফি জিতল। আমাকে আর কেউ কিছু বলছে না। সবাই ভুলে গেল, ওকে আমিই ক্যাপ্টেন হতে বলেছিলাম।
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন শুধু তাই নয়, সৌরভই বুঝিয়ে সুঝিয়ে রাহু দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে বলেছিলেন। না হলে দ্রাবিড় মোটেও ভারতীয় দলের কোচ হওয়ার জন্য রাজি ছিলেন না।