এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করা সেই বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানটি আহমেদাবাদের মেঘানিনগরে একটি মেডিক্যাল কলেজ কমপ্লেক্সে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। সেই ভয়াবহ মুহূর্তের ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছে গোটা দেশ।
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,“আজ আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় প্রভাবিত পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার অন্তরের প্রার্থনা রইল।”
advertisement
আরও পড়ুনঃ IND vs PAK: ভারতের পিছনে বড় ‘ষড়যন্ত্র’ করছে পাকিস্তান! বিসিসিআইকে চাপে ফেলতে এত নীচে নামল পিসিবি?
প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকেই সরকারি উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। তবে আগুন ও ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে।